| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাভারে বহুতল একটি ভবন ধসে পড়েছে। ভবনটি মূলত একটি বিপণী বিতান ও বাণিজ্যিক সেন্টার। সাভার বাসস্ট্যান্ডের নিকট রানা প্লাজা নামের আট তলা বিশিষ্ট ভবনটি ধসে পড়ায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
উদ্ধার কাজ শুরু হয়েছে । ফায়ার ব্রিগেড, সেনাবাহিনী সহ বেশ কয়েকটি টিম উদ্ধারকাজ শুরু করেছে।১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১৮জনকে উদ্ধার করে নিকটতম চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। ভেতরে আটকা পড়েছে সহস্রাধিক শ্রমিক।
এই ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়ক বন্ধ আছে।
রানা প্লাজা নামের এই ভবনটিতে ৩টি গার্মেন্টস, ব্যাংকের ১টি শাখা ও ৩শতাধিক বিপনি বিতান রয়েছে। প্রায় ২ হাজার শ্রমিক ভবনটিতে কাজ করছিল।
উল্লেখ্য ভবনটিতে গতকালই ফাটল দেখা দিয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ না করেই যথারীতি কাজ চালায়।
প্রাথমিক ভাবে বহুতল ভবন ধসের কারণ নিশ্চিত না হওয়া গেলেও এর নির্মাণ ত্রুটিকে দায়ি করা হচ্ছে।
টাইমস ওয়ার্ল্ড ২৪.কম/রিজান/২৪ এপ্রিল ২০১৩
©somewhere in net ltd.