নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

গপ্প

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪০

গ্রিলের টেম্পারেচারটা আরেক বার দেখা দরকার। মাংস পিন্ড গুলো ভালো করে টোস্ট হচ্ছে না।দুটো লোহার পাত চেপে ধরেও লাল রক্ত কালো করতে পারছেনা।কি ভিসন গন্ডোগল বলতো।বাইরে প্রায় বিশ জন কাস্টমারের লাইন।

স্টেটিস্কোপের মত যন্ত্রটা কোয়ার্টার গ্রিলে চেপে ধরে বুঝতে চায় এই তাপমাত্রায় কেন মুখরোচক বার্গার হবেনা? নাহ আবার, আবার চেষ্টা করে আরেকটি মাংসপিন্ড, দুটো লোহার পাতের মাঝখানে রেখে নীল বোতাম চেপে ধরে স্কটিশ। এক সেকেন্ড, দু সেকেন্ড প্রতিক্ষার প্রহর দু মিনিট। তারপর চাপ মুক্ত। মাংস পিন্ড তখনো লাল রক্ত ধারন করছে।

এই হল সমস্যা মৃত মানুষের রক্ত আর গৃহপালিত গরুর রক্ত এক না। দুই চিপায় পরে গরুর রক্ত নিমিশেই কালো হয় আর মানুষের রক্ত লকলক করে জ্বলতে থাকে। ২৭৭ ডিগ্রিতেও লাল রক্ত কালো হয় না। কিন্তু বার্গারের টেস্ট অসাধারন.. মানুষ আর গরুর রক্ত মিলেমিশে একাকার। মৃদু হাসি। চেখে দেখছে স্কটিশ।নাহ নট বেড। পাপাচিনচি মেখে রক্তের স্বাদ আরো উদ্ভাসিত হয়। চোখে এভারেষ্ট জয়ের পরিপূর্নতা।



সেদিন বাবা বলছিল, তোর হবে, আমি বলছি তোর হবে।কষ্টতো অনেক করেছিস।গ্রহ নক্ষত্র বলতে তো একটা কথা আছে।ক্যারিয়ার হতে কত সময় লাগে? একটা ক্লিক একটা ক্লিকই পাল্টে যাবে জীবন। এখন যা তোর কাছে মৃত্যু সমান কালকে তোর ডায়রির পাতা।চিন্তা করিসনা রুদ্র।

আমি নি:শব্দে মুঠো ফোনের লাল বোতাম চেপে ধরলাম।



শান্তিনগর মোরের ঘাম শুকানো রাতটা তেমন বিষাদনা মনে হয়।

কাকারাইল ওভার ব্রিজে সাহা,স্কটিশ মিলে দুটান দিয়ে এসছি। পাতা পোরানো গন্ধ আমার মত রুদ্রেরও নেশা ধরে যায়।



সুমনের চা বানানোর হাতটা খুবই ইশ্বর সমান। চুক চুক করে মাথায় এল বুদ্ধিটা।



স্কটিশকে বলি, কেরানি বাবার টাকায় এই তিরিশ বছরের যৌবনে চারবার বিসিএস ফেল। কি করবি? টিউশনি করে বালছাল সিগারেটের পয়শা উঠেনা।আমি শাক পাতা খাইনা। অথচ তুই খাস আমার ধারের টাকায়। আমি শুধু গন্ধ শুকি। যেমন শুকে ছিলাম সিমুদির জংঘায়।



আমি বলি,একটা কাজ করলে কেমন হয় স্কটিশ? এই ধুনফুন সমাজ ব্যবস্থায় স্ট্রাগল করা মানে হচ্ছে কলিকালের ভন্ডপিরের মাজার। ব্যাবসা শুরু করব শেয়ারে। খাবারের ব্যাবসা। কি বলিস স্কটিশ?



-কিন্তু টাকা কোথায়..আমার অবস্থা তো জানিস।

-হুম জানি,.. তোর আর আমার সিচুয়েশান একিই।

-টাকা জোগাড় করতে হবে

-কিন্তু কি করে? স্কটিশের পাতা মার্কা প্রশ্ন?-

-চল লুটে নিই.. এই শান্তি নগরে চোখ কান খোলা রাখ দেখবি রাস্তা খুলে গেছে.।



-সুমন ছুরিটা দে তো.. একটু পরে দিয়া দিতাছি..তোর দুধের ডিব্বা একঘন্টা চলবোতো?



-সাহা শালা পোতায়া গেছে। এই সাহা চিয়ার আপ ম্যান। কাম অন। কামে যাব। রুদ্র কি জানি ছালের প্লান করছে কাল থেকে বিজনেস শুরু। টাকাও নাকি জোগার হইয়া যাইব। ওঠ। স্কটিশের উচ্ছাস মাখা ধ্বনি।



আমরা লুকিয়ে থাকলাম সিদ্ধেশ্বরির গলিতে। নাদুশ নুদুশ চেহারার লোকটার অক্সিজেনে তখনো পিয়াসির মদের গন্ধ। কি মনে করে সটান ছুরি চালিয়ে দিল সাহা তার নাড়ি ভুরির ভেতরে।দরকার ছিলনা তবুও।



ব্রিফকেসে নগদ তিন লাখ টাকা.. আর পায় কে...



পরবর্তী অংশ.. যখন গরুর বিরিয়ানী রান্না করবেন নিজের হাতটা কেটে কিছু রক্ত মিশিয়ে দিন.. দেখবেন আপনারও নেশা লেগে যাবে বিফ বিরিয়ানীতে.. আমাদের ব্যাবসার সাফল্য এটাই.. মানুষ লাইন ধরে চেটে পুটে খায় শান্তি নগরের বিরিয়ানী। আর প্রতি তিনদিন অন্তর খবরের কাগজে প্রকাশিত হয় নিখোঁজ সংবাদ.................................

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯

বোকামন বলেছেন:
-টাকা জোগাড় করতে হবে
... গপ্প পড়ে নিজেকেই নিখোঁজ লাগছে ...

এভাবেই চলছে ... হয়তো চলবে ...
এ ধরণের গল্প/সমাজের হালচিত্র পড়ে মন্তব্যটুকো লিখার শব্দও খুঁজে পাওয়া মুশকিল। সব নিখোঁজ হয়ে যাছে ...

ভালো থাকবেন লেখক।।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আমাকে লেখক বললেন?

শুভকামনা... পৃথিবীর সমস্ত খারাপ নিপাত যাক.. কিন্তু হয়তো এই স্বপ্ন কোনদিন পরিপূর্ন হবেনা.. আমরা দিন দিন পিশাচ হচ্ছি........

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭

জুন বলেছেন: ভয় লাগছে তোমার গল্প পড়ে তুহিন । বোকামন ভাইয়ার সাথে একমত সব নিখোঁজ হয়ে যাছে ...
+

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আপুরে পৃথিবীটা আসলেই জটিল সব খেলায় মত্ত.

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৩

ভিয়েনাস বলেছেন: কি ভয়ংকর গল্প ভাইজান। মানুষের রক্তের এতো নেশা কেন?

গল্পের শিরোনাম দেন নাই কেন?

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: গল্পটার নামটাই গপ্প..

যতটুকু জানি মানুষের রক্তে প্রবল নেশা.. কোন প্রানি যদি মানুষের রক্তের স্বাদ নেয় সে শুধু মানুষ খোঁজে..অদ্ভুত ইশ্বরের সৃষ্টি..

ধন্যবাদ পড়ার জন্য...

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৪

রহস্যময়ী কন্যা বলেছেন: ভয়ংকর গল্প

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৩

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম .. কল্পনার চেয়ে বাস্তবতার গল্প আরো ভয়ংকর...

শুভকামনা .. সবসময়..

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৯

সায়েম মুন বলেছেন: বিভৎস গল্প। এরকমই চলছে আজকাল...

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: চলছে সত্য. কিন্তু সত্য শুনতে অনেক কর্কশ. শুভ কামনা পড়ার জন্য.,..

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪

মামুন রশিদ বলেছেন: মানুষের রক্ত মেশানো মাংসের গ্রীল.. চোখ কপালে উঠার মত বীভৎসতা থাকলেও সাইকো গল্প হিসেবে যথেষ্ট সোবার । গল্প ভাল লেগেছে । মানুষের রক্তের নেশার মতই গল্পের বর্ননায় নেশাসক্ত হয়েছি ।


একমাত্র ভাললাগা বাটন টা আমিই ক্লিক করেছি ;)

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: গল্প ভালো লেগেছে আপনার. .. অনেক ধন্যবাদ পড়ার জন্য.. আমি ভালো লেখক নই তবে মন্তব্য করেছেন এটাই যথেস্ট../,... লাইক দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ. শুভকামনা মামুন....

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৩

রাতুল_শাহ বলেছেন: ভয়

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধুর মিয়া ভয় বলতে এই কলিকালে কিছু আছে নাকি...............

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

রাতুল_শাহ বলেছেন: ভয়

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১৫

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: সার্ভার প্রবলেম বুঝতে পেরেছি... ধন্যবাদ রাতুল সাহাব পড়ার জন্য.......

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: জটিল এবং অন্যরকম গপ ! এরকম গপের একসময় খুব ভক্ত ছিলাম!

শেষটা ভয়ংকর................... লাইকড ইট!

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫১

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই.

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩

অদৃশ্য বলেছেন:
প্রিয় বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

দুর্দান্ত হয়েছে লিখাটি... দারুন একটা ফিলিংস তৈরী হলো পাঠের পর...

গত বৃহষ্পতিবারও এসেছিলাম আপনার ঘরে নতুন কোন লিখা ছিলোনা...ঘুরে গেছিলাম... অবশেষে পেলাম...

শিরোনামটা হতে পারে... ''ক্ষুধা''

শুভকামনা...

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম. নামটা সুন্দর দিয়েছেন.. আমিও ভেবেছিলাম এমন কোন একটা.. দেখি পরিবর্ত করে দিব ........ অনেক ধন্যবাদ আপনাকে..........

১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০২

যাযাবর৮১ বলেছেন:
*+*+*+*+*+*+*+

ভয়ংকর এক গল্প :(
যদিও লিখা অল্প :)


ভাইজান আছেনতো ভাল? :D
দূর হোক আঁধার কালো। :)


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: লেখাটাকে অনেকদূর পর্যন্ত নেয়া যায়////////// আগডুম বাকডুম ঘোরাডুম সাজে ইত্যাদি ইত্যাদি... তিন বন্ধুর জীবন তাদের ক্রাইসিস...... জনতার কাছে তাদের দেয়া বিক্রিত মাল এটা একটা উপন্যাস হওয়া সম্ভব আমি যদিও মনে করি ......... তারপরও আমি আসলে কবিতা লিখতেই ভালোবাসি গল্প এসে যায় এত প্যাচানোতে আমার মন সহেনা,.. তাই স্বল্প করে লিখলাম...ধন্যবাদ মন্তব্যের জন্য.......... আপনার কমেন্ট সাথে ছন্দের গন্ধ ভালোই লাগে................

১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৮

নেক্সাস বলেছেন: রক্তের নেশায় বুদ মানুষ তবুও সে দাবি করে সৃষ্টির সেরা জীব

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম... ঠিক বলেছেন. অনেক অনেক ধন্যবাদ পড়ার জন্য........

১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

সেলিম আনোয়ার বলেছেন: রক্ত খাওয়াতো হারাম। মানুষের রক্ততো আরও হারাম। ভয় ঢুকিয়ে দিলেন বন্ধু তুহিন।

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৩

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হারাম বা হালাল এই সব বিষয় গুলো তখনই আসে যখন মানুষ মানুষের মত বেঁচে থাকে..সমস্ত খারাপ কাজে ইশ্বর থাকেনা.. গল্পটা সামাজিক হারামা হালালের বাইরে. .. ধন্যবাদ জনাব পড়ার জন্য.. আসছি আপনার ব্লগে..........

১৫| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪২

আরজু পনি বলেছেন:

:-& :-&

:|| :||

ভয়াবহ !

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: যদিও সাইকো গল্প তারপরও বাস্তবতা এরচেয়ে ভয়াবহ...

১৬| ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৮

শায়মা বলেছেন: কি ভয়ানক!!!


মানুষের মাংসের বিরিয়ানী বার্গার বানানোর চিন্তা ভাবনা করছো আজকাল ভাইয়া!!!!!!!

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধুর নাহ আপু... একদিন এক ব্রিটিশ সাইকোর সাথে কথা বলছিলাম কথায় কথায় এ ধরনের একটা প্রসংগ উঠে এল,...

আপু অনেক ধন্যবাদ পড়ার জন্য...

১৭| ১৫ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫৪

নস্টালজিক বলেছেন: দূর্ধর্ষ লিখসো তুহিন!


টানটান শান্তিনগর!


ওয়াকফ ভবনের চা এর কথা মনে আছে?

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম রানা ভাই.. জটিল সুন্দর সময় পালিয়েছে এখানে এসে বুঝেছি রানাভাই...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.