নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..
এক দিকে যন্ত্রণা,
অন্য দিকে স্থাবর অস্থাবর বণ্টন;
অন্যথায় সব দিক অগোছালো,
আগের মতন সত্যতা কিংবা ছত্রাক মন্ত্রণা।
অন্য দিকে পুনরায় স্থাবর অস্থাবর বণ্টন;
অন্যথায় সব দিক এলোমেলো,
আগের মতন সত্যতা কিংবা অবান্তর।
সুন্দর বন জ্বলছে জ্বলুক না,
কি এসে যায় তাতে?
ভাড়া ভাতে না হয় একটু ছাই;
স্থগিত নদী না হয় একটু ফসফরাস কালো জিরা।
অনন্ত শৈশবাক্রান্ত বাঘ আর পাল এক ঘাটে,
বিনে পয়সায় সমতল বদলানোর পারমিশন,
পাসপোর্ট, কাগজ আর চামড়ার ব্যবধান রেশন কার্ড;
জন্মান্তরের দেশে, দেশ ছেড়ে পালাবে সংখ্যালঘু, বাঘ, সিঁদুর রাঙ্গা।
আর এ দিকে কাফনে ঢাকা সাদা লাশ থক থকে নীল,
দেশপ্রেমে পঁচে যায় বাহাদুর, হার্ট এ্যটাক, কিছুই না;
আমরা প্রাণী, পশু, হুংকার, বেতাল বৃত্তের বাইরে বৃত্তান্ত,
শকুন মরবে অচেতন, তীরাক্রান্ত ফানুস জানে আনন্দ পাক;
এখানে তো সমুদ্র এসে গেল নদী কোথায়?
অতঃপর প্রশ্ন জাগে সোজা সাপটা-
সুচতুর অভ্যাস অভিসম্পাত কলরব,
অযাচিত প্রলুব্ধ সকাল রাত্রি অন্ধকার,
বৈশাখী ঝড়ে আধার আলো পূর্বাভাস,
ভালোবাসা, বাঘ, হুংকার, নদী, ফসফরাস?
বি: দ্র: দয়াময় ঈশ্বর তুমি সুন্দরবনকে শান্তি দাও। আমি এখনো সুন্দর বন দেখিনি। আমার মত আরও অনেকেই। তুমি ভালো থেক।
কবর স্থানের গলি। পূর্ব রাজাবাজার।মধ্যরাত নিশুতি এক একত্রিশ।
২| ২৪ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১:৩৫
সৈয়দ আহাম্মদ উপল বলেছেন: ভালো লাগলো।
ভাই আমিও এখনো সুন্দরবন দেখি নি।