![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দয়া করে সবাই ঢাকার ভয়াবহ যানজট সম্বন্ধ লিখুন। প্রতিবাদ করুন। এ অবস্হা আর সহ্য করা যাচ্ছেনা। ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাচ্ছে। প্রতিদিন একজন নাগরিকের ৫-৭ ঘন্টা ভীড় বাসের হাতল ধরে ঝুলে থাকা অথবা ফুটপাতবিহীন রাস্তায় যুদ্ধ করে হাঁটা আর পারছিনা। প্লিজ্ সংশ্লিষ্টরা নজর দিন। ঢাকার কর্মজীবি মানুষদের বাঁচান।
২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৩
বাঙ্গালী মামুন বলেছেন: সবাই সোচ্চার হোন।
২| ২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০৪
সুমন কর বলেছেন: প্লিজ্ সংশ্লিষ্টরা নজর দিন। ঢাকার কর্মজীবি মানুষদের বাঁচান।
আর পারা যায় না !!!
২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৫
বাঙ্গালী মামুন বলেছেন: একমত। আর পারা যায় না।
৩| ২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১২
খন্দকার হািফজ্রর রহমান বলেছেন: ভাই মনের কথাটা বলছেন। ঢাকা শহর কি যে হইছে..... জীবনটা শেষ হয়ে যাইতেছে.... আমি মতিঝল থেকে মিরপুর গেলাম সারে ৩ ঘন্টা লাগলো.... ৬:৩০ মিনিটে উটলাম বাসে মিরপুর-১২ তে নামলাম ১০:১০ মিনিটে। আমাদেরকে বাচান প্লিজ এই ডিজিটাল বাংলাদেশ থেকে...।
২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৮
বাঙ্গালী মামুন বলেছেন: আমি গতকাল সন্ধ্যা ৭:০০ টায় মতিঝিল থেকে রওয়ানা দিয়ে মিরপুর ১ নম্বর গেলাম রাত ১০:৩০ এ। আজ সকাল ৭:৩৫ টায় মিরপুর ১ থেকে যাত্রা করে মতিঝিল আসলাম ১০:০০ টায়। এভাবে আর কতদিন?
৪| ২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৪
জুন বলেছেন: ঢাকাকে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বাচাতে পারবে না বলে মনে হয়
২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৯
বাঙ্গালী মামুন বলেছেন: যারা পারবেন তারা অন্যকিছু নিয়ে ব্যস্ত।
৫| ২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২২
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) বলেছেন: impossible
২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৩
বাঙ্গালী মামুন বলেছেন: May be possible. But who will do?
৬| ২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২৩
সাদা মনের মানুষ বলেছেন: কামারের দোকানে কুরআন পড়ে কি লাভ??
২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৪
বাঙ্গালী মামুন বলেছেন: চেষ্টা করে যদি কিছু হয়। কারণ এছাড়াও আর কোন পথ নেই। আমরা অসহায়।
৭| ২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২৩
ভিটামিন সি বলেছেন: ঢাকা মেট্রোপলিটন থেকে গার্মেন্টস শিল্প আশেপাশের জেলায় + উত্তরবঙ্গে সরিয়ে নিন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি কার স্বার্থে ঢাকায় অন্তরীণ করে রেখেছেন? প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলিকেও একটি নীতিমালার মা্ধ্যমে ঢাকার বাইরে ক্যাম্পাস করার সুযোগ দিন। আমি নিশ্চিত ঢাকার যানজট ৫০% কমে যাবে।
২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৪
বাঙ্গালী মামুন বলেছেন: আর প্রাইভেট কারের জন্য সিএনজি নিষিদ্ধ করা হবেনা কেন? যেখানে সরকার তেল পেট্রোল এ লাভ করছে?
৮| ২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২১
মায়াবী রূপকথা বলেছেন: ভীষন অসহ্য এই যানজট। অনেকদিন পর দেশে এসে দিশেহারা হয়ে গিয়েছিলাম। এতো ফ্লাইওভার হএছে, রাস্তা বড় হয়েছে তবু যানজট কতগুন বেড়েছে কে বলবে?
২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০১
বাঙ্গালী মামুন বলেছেন: এখন সমীকরণ অনেকটা এরকম হেঁটে ১ ঘন্টা, রিকসায় দেড় ঘন্টা আর বাসে ৩ ঘন্টা। কেউ জানেনা ভবিষ্যত কি?
৯| ২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৭
আহমেদ জী এস বলেছেন: বাঙ্গালী মামুন ,
প্লিজ্ সংশ্লিষ্টরা নজর দিন।
প্লিজ্ সংশ্লিষ্টরা নজর দিন।
প্লিজ্ সংশ্লিষ্টরা নজর দিন।
প্লিজ্ সংশ্লিষ্টরা নজর দিন।
প্লিজ্ সংশ্লিষ্টরা নজর দিন।
নইলে স্বয়ং সৃষ্টিকর্তার পাঠানো উদ্ধারকর্মীরাও এই যানজটে নির্ঘাৎ আটকা পড়বে ।
২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০২
বাঙ্গালী মামুন বলেছেন: একমত। উদ্ধারকারী জাহাজ ডুবে যাওয়ার মত ব্যাপার!!!
১০| ২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যদিও এত ছোট পোস্ট ঠিক অর্থবহ নয়, তথাপি অনেক সময় ছোট লেখাও অনেক বড় গুরুত্ব বহন করে।
২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৪
বাঙ্গালী মামুন বলেছেন: সহমত। ধন্যবাদ।
১১| ২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫২
এস কাজী বলেছেন: ঢাকার যানজট এ পড়লে মা-বাপওয়ালা এই আমার নিজেরে পুরাই এতিম লাগে। কারন আপনি খালি দেখতে থাকবেন। আর কোন কিছু করার উপায় থাকবেনা। প্রপার অথরিটির দৃষ্টি আকর্ষণ খুব জরুরি
২১ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৩২
বাঙ্গালী মামুন বলেছেন: ঠিক বলেছেন।
১২| ২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৯
সত্যান্বেষ১২৩ বলেছেন: সবাই হাটা শুরু করেন ভাইয়েরা ...
২১ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৩২
বাঙ্গালী মামুন বলেছেন: এছাড়া আর উপায় কী?
১৩| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০২
Jahirul Sarker বলেছেন: 《》
২১ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৩
বাঙ্গালী মামুন বলেছেন: লক্ড?????
১৪| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫৬
তিক্তভাষী বলেছেন: উন্নয়নের ধকল কিছুটাতো পোহাতেই হবে!
২১ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৩
বাঙ্গালী মামুন বলেছেন: বড়জোড় আত্নতৃপ্তি!!!!
১৫| ২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩০
প্রামানিক বলেছেন: বুকের ভিতর যানজটের জ্বালা চাইপা রাখছিলাম, আপনার লাইন দুইটা পইড়া মোচড় দিয়া উঠল, কিন্তু সমাধান হইবো কিনা জানি না।
১৬| ২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৪
আমি শঙ্খচিল বলেছেন: যারা কিছু করতে পারে তাড়া রাস্তা দিয়ে যাওয়ার সময় তো রাস্তা খালি পায় , তারা বোঝেনা যে ঢাকায় যানজট আছে কী নেই । ভোগান্তি হয় সুধু সাধারণ কর্মজীবী মানুষের ।
১৭| ২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৪
বিদ্রোহী সিপাহী বলেছেন: ভাই মনের কথা কইছেন। মুন চায় সংশ্লিষ্টরে উষ্টা মারি.........
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০৩
কবীর বলেছেন: সঠিক বলেছেন লাইফ টা বরবাদ হয়ে গেলো।