নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধর্মে কর্মে বর্ণে আমি মানুষ\nতাই মানুষের গান গাই\nনশ্বর পৃথবীতে বর্ণে শব্দে কিছুটা কারন; \nরেখে যাই।

মনির হোসেন মমি

চাই স্বাবাভীক মৃত্যুর গ্যারান্টি

মনির হোসেন মমি › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন সামুতে...

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬

১৯৮৮/৯০সাল বলাচলে এ দেশ অনলাইনে এক প্রকার অন্ধকারেই ছিল।তখন এ দেশে কম্পিউটার বড় বড় অফিস ছাড়া বাহিরে হাতে গণা কয়েকটি তখন ফকিরাপুলে মাইক্রোটেক ট্রেনিং সেন্ট্রার নামে গুটি কয়েকটা কম্পিউটার নিয়ে যাত্রা শুরু করে । সেখান থেকে কম্পিউটার বিষয়ে হাতে খড়ি হয় এখন সেটা কি অবস্হানে তা জানা নেই কারন ঢাকা শহরে যাওয়া হয়না বল্লয়েই চলে।একদিকে জ্যামের সমস্যা অন্যদিকে প্রয়োজন নেই।আর এখনতো কম্পিউটার বল যায় ঘরে ঘরে।ইন্টারনেট আমাদেরকে দিয়েছে বিশ্বকে মিনিটেই দেখার সুযোগ।ইন্টারনেটের অবাদ সুযোগে আমরা ফেইসবুক থেকে শুরু করে ব্লগ লেখা, মেইল করা ইত্যাদি করে থাকি ।ব্লগ আমাদের দেশে ব্যাপক আকারে পরিচিতি পায়

যুদ্ধাপরাধীর বিচারে সবচ্চ` শাস্তির দাবীতে শাহবাগে ব্লগারদের প্রজন্মচতর থেকে।এদেশে ঢালাই ভাবে সবাই জানল ব্লগার নামে কিছু একটা অনলাইনে আছে।আমিও চেষ্টা করলাম ব্লগ লিখতে।আমার প্রথম ইচ্ছে ছিল সামুতে ঢুকব তারপর ভাবলাম সামুতে বড় বড় ব্লগার ভাইদের গুরু বললেও কম বলা হবে সেই গুরুদের সাথে কি আমার মত কাচা লোক গ্রহন করবে?কিন্তু না সামু সে তার উদারতা দেখিয়েছে আমাকে আশ্রয় দিয়েছে কিন্তু ৭ দিনের ডিটেনসনে রেখে।ডিটেনসনের পর সামুতে প্রথম পাতায় থাকব কি থাকবনা সেটা নিয়ে ভাবী না ভাবনা আমার অন্য যায়গায় যেভাবে ব্লগার এ্যারেষ্ট করছে এবং ব্লগারদের উপর একের পর এক হামলা ভবিষৎতে এদেশে সবগুলো ব্লগ থাকবে কিনা সেটাই চিন্তার বিষয়।

প্রায় ৬/৭ বছরের অনলাইনের অভিজ্ঞতায় উত্তম ভাষার ব্যবহারে সবচেয়ে উত্তম ফেইস বুক। বিভিন্ন ব্লগে দেখেছি এক জন আর একজনকে কতটা কুৎসিত ভাষায় আক্রমন করে।মতের বেদাবেদ থাকবেই কিন্তু সব ব্লগরের উদ্দশ্য যদি দেশপ্রেম তাহলে উত্তর হওয়া চাই ভাষার সংযমী যুক্তি দিয়ে-আমি একবার আমরা ব্লগারে লিখেছিলম- আমরা বাঙ্গালী নই আমরা বাংলাদেশী,বাংলা আমার মায়ের ভাষা-যদি ভাঙ্গালী হই তাহলে কলকাতার বাঙ্গালীদের দেশের নাম কি?বিরোধীর খাতিরে বিরোধীতা করা যায় কিন্তু বিরোধীতার ভাষা যদি হয় আত্বসন্মানহীন সেখানে না যাওয়াই ভালো।সেখানে কিছু আর লিখিনা-শুধু বিভিন্নজনের লেখায় চোখ রাখি।এখন এডমিনের দৃষ্টি পড়ায় সেখানে কিছুটা চেঞ্জ এসেছে।ব্লগ বলেন ফেইস বুকিং বলেন আর সংবাদপত্র-সাংবাদিকতা বলেন এ সবই দল মতের উধ্বে`দেশপ্রেম থাকাটাকে প্রধান্য দেয়া প্রয়োজন।



"ছোট্ট্র এ একজীবনে যদি আপনার "নামটা" রেখে যেতে পারেন দেশপ্রেমে তাহলে ধরণীতে আপনার মত মানবের মানব জীবন ধন্য"।



সত্য যেমন একদিন প্রকাশ পাবেই তেমনি প্রতিভা আপনাকে আপনার লক্ষ্যে পৌছে দেবে-হয়তো এখন না তখন।আসুন ভ্রাতৃত্ত্বের বন্দনে রক্তাক্ত ভাইদের বাংলা ভাষা মযা`দার সাথে ব্যাবহার করি









আমরা নতুন প্রজন্ম,

আমরা ডিজিটাল,আমরা ব্লগার

আমরাই করব জয় যত আছে স্বৈরাচার আর রাজাকারের ভয়,

হাতে হাত রেখে,কাধে কাধ মিলিয়ে

জাতী-ধমে`র সংমিশ্রনে

ফিরিয়ে আনব বঙ্গবন্ধুর সোনার বাংলা

শহীদ জিয়ার প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ।


















মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.