নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূর্গম গিরী কান্তার মরু দুস্তর পারাবার,লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার

নিজে যারে বড় বলে, বড় সে-ই নয়, লোকে যারে বড় বলে, বড় সে-ই হয়।।

ন্যায় পথিক

"বল বীর, চীর উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির, সেই শিখর হীমাদ্রির"

ন্যায় পথিক › বিস্তারিত পোস্টঃ

ব্লগার 'থাবা বাবা'-কে কটাক্ষ করে লেখা কেন দোষের?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০২

ব্লগার 'ডজ'-কে ব্যান করা হয়েছে।...থাবা বাবা'র উল্টা-পাল্টা লেখা পড়ে একটু মেজাজ গরম হয়ে গিয়েছিলো উনার...আমার সামনেই লিখলেন- ''ছুঁচো মেরে হাত গন্ধ করা উচিৎ হয়নি।'' এইটা কি ব্যান হওয়ার মত কোন লেখা?...কেমন করে!!! ব্লগার থাবা বাবাকে তো খারাপ কিছু বলেননি উনি উনার লেখাতে।...বরং, দোষ দিয়েছেন যারা তাকে মেরেছে তাদের এই বলে যে,

''কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পা-য়,

তাই বলে কুকুরের পায়ে কামড়ানো মানুষের শোভা পায়?''



অবশ্য, তাদেরই বা দোষ কি? কুকুরগুলোর কান্ড-কারখানা দেখলে, আমারই মাঝে মাঝে কামড় বসিয়ে দিতে ইচ্ছা করে! কি আর করা!

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

নিশ্চুপ শরিফ বলেছেন: ছুঁচো মেরে হাত গন্ধ করা উচিৎ হয়নি। আমি তার সাথে একমত।
দেখি আমারে ব্যান মারে কিনা। ব্যান না খেলে নাকি আসল ব্লগার হওয়া যায়না। আসল ব্লগার এর কোয়ালিটি তো নাই তাই ব্যান খেয়ে যদি হতে পারি।
জয় মডু।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

ন্যায় পথিক বলেছেন: আমিও একমত...এইসব বাজে লেখক পয়দা হয় কোথা থেকে? ছিঃ!

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

বিডি আমিনুর বলেছেন: ছুঁচো মেরে হাত গন্ধ করা উচিৎ হয়নি। আমি ও তার সাথে একমত।
ব্যানের ভয় করি না ।
জয় বাংলা ।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

পেস মেকার বলেছেন: ছুঁচো মেরে হাত গন্ধ করা উচিৎ হয়নি। আমি তার সাথে একমতম। মডু শরৎ থাবা বাবার ব্যাপারে জিরো টলারেন্সে বিশ্বাসী।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

ইব্রাহীম খলিল মাসুম বলেছেন: ছুঁচো মেরে হাতের ব্যায়াম করা ঠিক নয় ।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৯

বিদেশী বাঙালী বলেছেন: :)

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১২

মুক্তির মিছিল বলেছেন: আর কিচ্ছু বুঝিনা, একটাই বুঝি-থাবা বাবা একজন "ব্লগার"(তাইতো কবি বলেছেন-" সবার উপরে ব্লগার সত্য-তাহার উপরে নাই")-তাই তার বিরুদ্ধে কোনো টু শব্দটি করলেই কল্লা ফতে X( X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.