![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"বল বীর, চীর উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির, সেই শিখর হীমাদ্রির"
শাহবাগ নিয়ে আমার রম্য লেখাটি সরিয়ে ফেলা হলো কোন কারণ না জানিয়েই। এইটা তো রীতিমত একনায়কতন্ত্র চলছে সামুতে!
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:০০
ন্যায় পথিক বলেছেন: সামু আশা করি আবেগতাড়িত না হয়েই মডারেশন করবে।
আমার আরেকটা গায়েব হলো এই মাত্র।
২| ০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১০
মানব১১ বলেছেন: শাহাবাগ হলো ফ্যাসিস্টদের তীর্থ স্থান। তারা সরকারের চেয়েও বড়, ভয় না পেয়ে উপায় আছে?
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:০১
ন্যায় পথিক বলেছেন: সামুও কি ফ্যাসিস্টদের সহায়তা করছে?
৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১০
তিতুন বলেছেন: আমার মনে হয় একনায়কতন্ত্র নয়, গণতন্ত্র চলছে কারণ এসব পোসট সবাই গণহারে রিপোরট করছে।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:০২
ন্যায় পথিক বলেছেন: তাহলে তো গণতন্ত্রতেই ভেজাল!
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:০২
ন্যায় পথিক বলেছেন: তাহলে তো গণতন্ত্রতেই ভেজাল!
৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
আসাদুজ্জামান সোহাগ বলেছেন: এ আর নতুন কি ? আমাদের ইমরান ভাই সম্পর্কে লিখেছিলাম তাতেই আমার পোস্ট উধাও আর আপনি তো লিখেছিলেন শাহবাগকে নিয়ে।।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:০৩
ন্যায় পথিক বলেছেন: জয় বাবা মডু!
৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
রাজীব বলেছেন: আমি শুধু শিরোনাম লিখেই ব্যান খাইছি আর আপনি তো পুরো পোস্ট দিলেন!!
Click This Link
আসলে এই ব্লগকে টিকিয়ে রাখতে হলে মর্ডারেটরদের কঠোর হতে হবে। তা না হলে সাইট টি সরকারের ও মৌলবাদিদের রোশানলে পড়তে পারে।
আমাদের ব্লগারদেরও উচিৎ নয় এমন কিছু লিখা যেটি এই সাইটকে বিপদে ফেলে।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:০৪
ন্যায় পথিক বলেছেন: আমি তো বিপদে পরার মত কোন কিছু লিখি নাই!!!
৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:১২
যোগী বলেছেন: শাহবাগ একটা গনজাগরনের নাম, এটা দেশমাতৃকাকে কলংঙ্ক মুক্ত করার জন্য স্বাধীনতার চেতনাধারীদের ঐক্য বদ্ধ আন্দলোনের নাম।
তাই এটা নিয়ে কোন রকম কটাক্ষ সহ্য করা যায় না।
গনতন্ত্রের সুজোগ নিয়ে কিছু নপুংশক পাকিস্থানের আজন্ম দালাল এটাকে নিয়ে এখনো তামাশা ।
ধর্যের বাধ ভেঙ্গে গেলে বাংলার মানুষ তাদেরকে আর ৭১ এর মত জ্যান্ত রাখবেনা।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:০৫
ন্যায় পথিক বলেছেন: ফ্যাসিবাদ, ফ্যাসিবাদ গন্ধ পাচ্ছি যে!
৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:৩৫
হাবিব০৪২০০২ বলেছেন: আমার ব্যক্তিগতভাবে মনে হয় ডা.ইমরানের উচিত "আমার দেশ" পত্রিকার বিরুদ্ধে মানহানি মামলা করা এবং আদালতে প্রমাণ করা টকশোতে দেয়া উনার দাবিই সত্য, উনার দাদা মুক্তিযোদ্ধা ছিলেন. সেই সাথে হলুদ সাংবাদিকতার দায়ে মহামান্য আদালত "আমার দেশ" পত্রিকার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যাবস্হা নিবেন
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:০৬
ন্যায় পথিক বলেছেন: আর, উনার উপরেও মামলা করা উচিৎ থাবা-বাবাকে সমর্থন জানানোর জন্যে।
৮| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: তুমি পোস্ট চালিয়ে যাও মামু, ব্যান আসতেছে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০২
অচেনা আগন্তুক বলেছেন: সামু না হয় আপনার রম্য সরাল!!
ইত্তেফাকের রিপোর্ট কিভাবে সরাবে?
অন্য পত্রিকার মা নাইবা বল্লাম!!!
যা সত্য তা লুকালেই মিথ্যা হয়ে যায় না!!
সত্যকে গোপন করলেও তা গোপন থাকে না।
সামু আশা করি আবেগতাড়িত না হয়েই মডারেশন করবে।