![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বশেষ স্কোর: দক্ষিণ আফ্রিকা ২৩ ওভারে ৭৮/৪।
বৃষ্টির কারণে এক ঘণ্টার বেশি সময় ধরে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার তৃতীয় ওয়ানডের খেলা বন্ধ রয়েছে। সাড়ে পাঁচটার দিকে বৃষ্টি প্রায় থেমে যাওয়ার পর আর নতুন করে শুরু হয়েছে।
বৃষ্টির বাধায় সাড়ে চারটার দিকে খেলা বন্ধ হয়। দক্ষিণ আফ্রিকার ইনিংস ২৩ ওভারেই শেষ হলে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ২০ ওভারে বাংলাদেশের লক্ষ্য হতে পারে ৯৯ রান।
আঁটসাঁট বোলিংয়ের সুফলটা শুরুতেই পেয়ে যায় বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানের করা তৃতীয় ওভারেই এগিয়ে এসে মারতে চেয়েছিলেন কুইন্টন ডি কক কিন্তু বলে ব্যাটই ছোঁয়াতে পারেননি তিনি। ৭ রান করে বোল্ড হয়ে মাঠ ছাড়েন এই বাঁহাতি ব্যাটসম্যান।
বাচ্চাগুলি বোলিং অনুশীলন করছিলো,বৃষ্টি কেনো বাধা !?
২| ১৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮
দিশেহারা আমি বলেছেন:
বৃষ্টির বাধায় সাড়ে চারটার দিকে খেলা বন্ধ হয়। দক্ষিণ আফ্রিকার ইনিংস ২৩ ওভারেই শেষ হলে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ২০ ওভারে বাংলাদেশের লক্ষ্য হতে পারে ৯৯ রান
একটু বুজিয়ে বলবেন প্লিজ
১৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৯
বাংলাপ্রতিদিন বলেছেন: দিশেহারা আমি ধন্যবাদ। ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিটা আসলে আমার কাছে ভালো লাগে না। কারন এখানে এক পক্ষ সুবিধা পায় আরেক পক্ষ সুবিধা হারায়। উদাহরণ দেই--- যেমন আপনি প্রথমে ব্যাট করে ২৪৯ রান করেছেন। আমার টার্গেট ২৫০ রান। আমি ব্যাট করতে নেমে প্রতি ওভারে ৫ করে রান নিতে হবে। এই যায়গায় আমি যদি ৩০ ওভার খেলে ৬ উইকেটে ১৭০ রান করি (রান রেট ৫.৬৬)মনে করেন ব্যাড লাইটের কারনে খেলা বন্ধ হয়ে গেছে। তখন খেলাটা ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে চলে যাবে। তখনো আমার বাকী ৮০ রান, উইকেট হাতে আছে ৪,ওভার ২০। এ অবস্থায় যদি বৈরি আবহাওয়া বা ব্যাড লাইটের কারনে খেলা ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে আসে সেখানে জয়ী ঘোষনা করা হবে আমাকে। কারন আমার রান দরকার ছিল ওভার প্রতি ৫ সেই যায়গায় আমি নিচ্ছি ৫.৬৬ করে। আর উইকেটও আমার ঠিক ভাবে আছে। এখন আমার দরকার ওভার প্রতি ৪ করে।
কিন্তু এই ব্যবহারটা আপনার জন্য ভালো হবে না, কারন আমার টপ অর্ডার এবং মিডল অর্ডারের প্রায় ব্যাটসম্যানই আউট হয়ে গেছে। এখন আমার আছে লো অর্ডারের ব্যাটসম্যানরা। আর তাদের উপর কখনো ভরসা করা যাবে না। আমার ৮০ রানের জন্য হয়তো তারা ৩০ রানেই আউট হয়ে যেতে পারতো। সেই যায়গায় অবশ্যই আপনি জিততে পারতেন। কিন্তু ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে আপনি আমার কাছে হেরে গেছেন।
৩| ১৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬
দিশেহারা আমি বলেছেন: ধন্যবাদ ভাই, বিস্তারিত বুজিয়ে বলার জন্য।
খেলা শুরু হয়ে গেছে খেলা দেখতে গেলাম।
ডার্ক ওয়ার্থ লুইস বুঝি আর না বুজি খেলা দেখা টা জরুরী।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
বাংলাপ্রতিদিন বলেছেন: শিরোনামটি হবে - চট্টগ্রামে বাচ্চাগুলি বোলিং অনুশীলন করছিলো,বৃষ্টি কেনো বাধা !?