![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ মাশরাফি যা বলেছে,তাতে তার প্রতি জাতির স্নেহ ও সন্মান আরো বেড়ে গেছে।মাশরাফি আজ তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘আমাদের নিয়ে কিছু মোহ তৈরি হয়েছে। সেই মোহ আজ আমি ভেঙে চূর্ণ করে দিতে চাই। আমরা কিন্তু এন্টারটেইনার, বিনোদন দেওয়া আমাদের কাজ। আমরা নায়ক নই। সত্যিকারের নায়ক আমাদের মুক্তিযুদ্ধের বীর লড়াকুরা। জাতির জন্য আমরা এমন কিছু আত্মত্যাগ করি না, যেটা করেছেন মুক্তিযোদ্ধারা। আমাকে ভুল বুঝবেন না। ক্রিকেটই সবকিছু নয়। আমরা শুধু চেষ্টা করে যাই এই জাতির মুখে হাসি ফোটানোর।’
আমি মাশরাফি ও তার দলের সকলকে বলতে চাই - টেস্ট খেলুয়ে দেশ হিসাবে আমাদের অনুমোদন দিয়েছে বিশ্ব মোড়ল আইসিসি,১০টি সদস্য দেশের মধ্যে আমাদের স্হান ৯ম।ওয়ানডেতে আমাদের স্হান ছিলো ৯ম। সরাসরি বিশ্বকাপ খেলার অনুমতি আমরা পাইনা।চাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেয় না।বৃহত শক্তি ৮ দেশকেই সেই যোগ্যতায় বিচার করা হয়।বিশ্বের বদ্ধমুল ধারনা ছিলো,৮ম স্হানের মধ্যে আমরা কখনো আসতে পারবো না।আমারা সরাসরি খেলতেও পারবোনা।আমাদের মুক্তিও মিলবে না।১৯৭০রেও হানাদারেরা তাইভেবে তাচ্ছুল্য করে..লজ্জা জনক পরাজয়ে বিতারিত হয়েছে।মুক্তি পাগল জনতা মুক্তি ছিনিয়ে নিয়ে হয়েছে অমর মুক্তিযোদ্ধা।আমরা দেশ পেয়েছি।সেই বাংলেশকে বিশ্ব ক্রিকেট মোড়লদের চাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগতার যে মুক্তি এনে দিলো আমাদের ক্রিকোররা,আমার কছে তারাও মুক্তির যোদ্বা।তবে ১৯৭১এর সেই মহান অমর মুক্তিযোদ্ধাদের সাথে তুলনা করার সাহস কারো কখনো হবে না আমারও নয়।
২| ১৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪০
প্লাবন২০০৩ বলেছেন: সহমত । বিনয় বীরত্বের একটি বৈশিষ্ট ।
১৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫৫
বাংলাপ্রতিদিন বলেছেন: প্লাবন২০০৩ ধন্যবাদ।ঠিক বলেছেন ।
৩| ১৭ ই জুলাই, ২০১৫ রাত ১০:২৯
রূপক বিধৌত সাধু বলেছেন: পত্রিকায় খবরটা পড়ে মাশরাফির প্রতি ভালোবাসা ও অনুরাগ বেড়ে গেছে । এতগুলো জয়ে নেতৃত্ব দিয়েও অাকাশে উঠে যায়নি সে । ভুলে যায়নি অামাদের শ্রেষ্ঠ বীরদের । কথায়, অাচার-অাচরনে সে কী বিনয় তাঁরাও ! ক্রিকেট যে ভদ্রলোকের খেলটা অাবারো প্রমাণ করলো মাশরাফি । দীর্ঘজীবী হোক সে ।
১৭ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪৯
বাংলাপ্রতিদিন বলেছেন: রূপক বিধৌত সাধু ধন্যবাদ।চমৎকার বল্লেন।।
৪| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ৩:১৭
বাংলার জামিনদার বলেছেন: মাশরাফি ভদ্রলোকের সন্তান, কথায় তার প্রমান।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:২৯
বাংলাপ্রতিদিন বলেছেন:
ছবিটি এটা হবে