নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মেডিকেলেএসিসটেন্ট, আমার কোরআন ও হাদীস জানার খুব শখ.আমার উস্তাদশাইখুল ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর (রঃ) আল্লামা আবু জাফর( সাবেক সাইখুল হাদীস দেওবন্দ ভারত)শাইখুল হাদীস আল্লামা জাহীদুল ইসলাম ,দেওবন্দ(সাবেক প্রীন্সীপাল খাড়াকান্দী মাদ্রাসা)মুফতী ওমর ফারুক,

মো: আজাদ আবুল কালাম

ব্যবসা

মো: আজাদ আবুল কালাম › বিস্তারিত পোস্টঃ

মাদ্রাসা রাসূলের ঘর

০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

কোন কোন ওয়ায মাহফীলে এই ধরনের কথা শোন যায় যে,
মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসা রাসূলের ঘর।
আবার কোন কোন দায়িত্বজ্ঞনহীন বক্তা আরেকটু বেড়ে
এটাকে হাদীস হিসেবেও বর্ননা করেন যে,
মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসা আমার ঘর।
এখানে লক্ষণীয় যে উপরোক্ত কথায় দুটো বাক্য রয়েছে।
প্রথমটি মসজিদ আল্লাহর ঘর ।
এটি কোরআন ও হাদীস দ্বারা সমর্থিত।
প্রায় এর কাছা কাছি শব্দ বিভিন্ন হাদীসেও বর্নিত হয়েছে।
কিন্তু দ্বিতীয় বাক্য অর্থাৎ মাদ্রাসা রাসূলের ঘর এটি কোন হাদীস নয়।
কউ এটাকে হাদীস হিসাবে বললে ঠিক হবে না।
( প্রচলিত ভুল ১৮১, মাওলানা, আব্দুল মালেক)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

চাঁদগাজী বলেছেন:



মাদ্রাসা বেকুব তৈরির কারখানা

২| ০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

মো: আজাদ আবুল কালাম বলেছেন: ভাই মাদ্রাস লোক কেমন বেকুব?

৩| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৮:২১

চাঁদগাজী বলেছেন:





মাদ্রাসায় পাথরের যুগে বসবাসের বিদ্যা শিখানো হয়, এটাই বেকুব তৈরির কারখানা।

৪| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৮:৩১

মো: আজাদ আবুল কালাম বলেছেন: ভাই আপনার মনের কথা বলার জন্য ধন্যবাদ, এবার শুনেন ভাইজান , আজ পরযন্ত মাদ্রাসার কোন আলেম বা ছাত্র তারা যা শিখেছে তা আজ পর্যন্ত সে জ্ঞান সাধারন মানুষের কাছে নাই্ কারন তাদের কোরআন ও হাদীস পড়ানো হয় যা কখনো পুড়াতন হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.