নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মেডিকেলেএসিসটেন্ট, আমার কোরআন ও হাদীস জানার খুব শখ.আমার উস্তাদশাইখুল ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর (রঃ) আল্লামা আবু জাফর( সাবেক সাইখুল হাদীস দেওবন্দ ভারত)শাইখুল হাদীস আল্লামা জাহীদুল ইসলাম ,দেওবন্দ(সাবেক প্রীন্সীপাল খাড়াকান্দী মাদ্রাসা)মুফতী ওমর ফারুক,

মো: আজাদ আবুল কালাম

ব্যবসা

মো: আজাদ আবুল কালাম › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৪


স্বপ্ন দেখলে সবার কাছে না বলাই ভালো। ভালো স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়।আর মন্দ স্বপ্ন শয়তানের পক্ষ কেউ খারাব স্বপ্ন দেখলে বাম দিকে থুথু দেবে, আল্লাহ তাআলার নিকট শয়তান থেকে আশ্রয় কমনা করবে। তা হলে এ স্বপ্ন তার কোন ক্ষতি করতে পারবে না এবং এ দু:স্বপ্নের কথা কারো কাছে বলবেও না । আর ভালো স্বপ্ন দেখলে সু-সংবাদ গ্রহন করবে এবং এ স্বপ্নের কথা একান্ত বর্ণনা করতে হলে প্রিয়জনদের নিকটই বর্ণনা করবে। (সহীহ মুসলিম ২/২৪১,হাদীস নং৫৮৫৬)

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫১

হানিফঢাকা বলেছেন: খারাব স্বপ্ন দেখলে বাম দিকে থুথু দেবে - বিষয়টা ক্লিয়ার হল না। আরেকটু যদি বিস্তারিত বলতেন, তবে উপকৃত হতাম। যেমনঃ

১। ডান দিকে থুথু ফেললে কি হবে? আমি ঘুমানোর সময় ডান দিকে চেপে ঘুমাই। বাম দিকে থুথু ফেললে বউ আমার একটা হাড্ডিও আস্ত রাখবে না। সেইজন্য জিজ্ঞেস করা।

২। থুথু কতবার ফেলতে হবে? এই সম্পর্কে কোন দিক নির্দেশনা আছে কি?

৩। ঘুম ভাঙার সাথে সাথেই কি থথু ফেলতে হবে নাকি বিছানা থেকে উঠে গিয়ে বাথরুমে থুথু ফেললেও চলবে? দয়া করে একটু জানান।

২| ১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৪

মো: আজাদ আবুল কালাম বলেছেন: থুথু দেবার মানে , থুথুর সাথে পানী আসবেনা । শুধু শব্দ হবে।

৩| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ২:৫৩

মহা সমন্বয় বলেছেন: অনেক কিছু জানা হলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.