![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন একটা শিশু না বুঝার ভান করে তখন সেটা কে অবুঝ বলা যায়,
আর যখন একজন বুঝের মানুষ অবুঝ এর মত কাজ করে তাকে কি বলবেন?
জানি অনেকে ই এমন প্রশ্নে বিব্রতবোধ করবেন।
কিন্তু সেই উত্তরে আমি বলবো সেটা নিছক ইগো আর অহংকারের বড়াই।
এবার আমার প্রশ্ন এটা কিসের অহংকার ? এটা কিসের বড়াই?
জানি এর উত্তরে ও আপনারা অনেকে ই থাকবেন বাকরুদ্ধ!
তবে আমি মনে করি কি জানেন এই ছোট্ট অল্পদিনের পৃথীবিতে নিছক এই অহংকার শুধুই বেদনাদায়ক তা ই নয় এই অহংকারের ফল পরজন্মে যে ভোগ করবে না এমন টা বিশ্বাস করতে আমার কস্ট হচ্ছে।
কার জিনিস,কিসের জিনিস নিয়ে আপনারা অহংকারে অন্ধ? আপনারা কি জানেন এ সবই শ্রষ্ঠার দান তিনি চাইলে ই নিমিশে ইহা মাটিতে ধুলাইয়া দিতে পারেন।
অনেকে ই আমাকে অনেক বড় জিনিস নিয়া ঠাট্টা কইরা অনেক কথা বলেন,
তাদের জন্য আমার কিছু কথা=====
ভাই কে জেনো বলেছিলো ইচ্ছা থাকিলে উপায় হয় তবে আমি বলি কি পরের অমঙ্গল করে নিজের সফলতা নিছক ব্যার্থতার ই সমতূল্য।
এই পৃথীবিতে অসম্ভব বলে কিছু নাই কিন্তু সব কিছুর ই একটা লিমিট আছে!
ওই লিমিট টা আমি ক্রস করতে চাই না,চাই না কারো পথের কাঁটা হতে।
যদি মাঝে মাঝে কিছু লোক আমাকে মার্কিং এ রাখে আবার তারা ই আমাকে সেই সংবাদ প্রেরন করে যাহা কিনা শুনিয়া আমি না পারি হাসিতে না পারি কাঁদিতে।
তবে মনের মধ্যে একটা ব্যাথা অনুভব করি আর তা হলো অবিশ্বাসের একটা ছোয়া বোধয় আমাকে স্পর্শ করতে চায়।
আমি লজ্জিত তাদের এই মানুষিকতায়।
আমি মানুষ,মনুষত্য আর বিবেক আমাকে তারনা করে ।
আর যা ই হোক আমি খারাপ হতে পারি তবে বেয়াদব অমানুষ নই।
সেটা কিছু মানুষের বোঝা উচিত।
যা ই হোক ভাল থাকুক কারো অহংকার ,ভাল থাকুক তাদের ইগো।
একটা ই কথা তাদের জন্য ,যেমন কর্ম তেমন ফল।
©somewhere in net ltd.