![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Rifat,
কেমন আছো নীলাঞ্জনা! frown emoticon ছদ্ধনাম )
প্রতিটা প্রহর কাটে তোমার অপেক্ষায়!
তোমার পানে তাকিয়ে ই আমার যত দীর্ঘশ্বাস!
কেমন আছো তুমি? কথাটা আজ ও আমি জানতে চেয়েছি।
নীলাম্বরী সেই নীলঞ্জনা।
করেছো যত ই অবহেলা ,,করি নি আমি তোমায় হেলা!
আজ ও আমি স্বপ্ন দেখি তুমি হবে আমার পথচলা!
কেমন আছো তুমি নীলাঞ্জনা?
এখন ও কি সেই সুন্দর মুখে করে জিদের ঘনঘাটা?
এখন ও কি সেই পুরোনো অহংকারে নিজেকে করেছো লালন,
জানি না কেমন করে তুমি এই নরক করছ পালন!
তুমি কি আজো সেই অহংকারে থাকো পথভ্রস্ট?
তুমি কি আজো সেই নিরালয়ে গিয়ে একা একা হাসো?
আজো কি তুমি সেই জনতার ভিড়ে তোমার যোগ্য কাউকে খুঁজো?
আজ ও কি পেয়েছো তার দেখা? তবে কেনো করেছো আমায় হেলা প্রিয়তমা!
দুইদিনের এই দূনিয়াতে কেউ তো নয় কারো যোগ্য ,
মিথ্যে অহংকারে কেনো নিজেকে করেছো দগ্ধ!
আজ হয়তো পাওনি খুঁজে তোমার সমতূল্য ,কিন্তু তুমি ই আমার কাছে অমূল্য!
বিস্তারিত গল্প আকাড়ে ব্লগে পোস্ট করব[/sb
©somewhere in net ltd.