![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসা ! সে তো এক মিছে আশা ।
কিছু মানুষ মিছে আশা নিয়ে বেঁচে আছে,কিছু মানুষ অনন্ত সুখের আশায় পথ চেয়ে আছে।
কি যেনো একটা মিছে আলেয়ার পিছে ঘুড়ে ঘুড়ে মানুষ গুলো বেহুশ।
ভালোবাসা পাওয়ার জন্য কেউ বা বেহুশ । ।
কেউ বা মিছে কস্ট দিয়ে ই আনন্দ উপভোগে ব্যাস্থ।
জীবন টা এমন ই আনন্দ,বেদনা ,দু:খ কস্ট চারদিক ঘিরে আছে।
মাঝে মাঝে কিছু লোক একতরফা ভালোবেসে যায়। ।
মিছে কস্ট বুকে নিয়ে অবিরাম ছুটে চলে,এরা জানে না এদের স্বপ্নের শেষ কোথায়।
এরা নিজে কস্ট পাবে ,তবু অন্যকে কস্ট দিবে না।
এরা কেনো যে মিছে স্বপ্নের পিছে ঘুড়ে আমি বুঝি না।
একতরফা তো আর ভালোবাসা হয় না।
কিছু লোক নীরবে ভালোবেসে যায়,বিনিময় শুধু যন্ত্রনা কিনে নেয়।
কিছু লোক নিজের আত্তঅহংকার কে বড় করে ভালোবাসার মূল্য দিতে চায় না।
কিছু লোক অন্যের কস্ট আর আবেগ নিয়ে হাসে।
এরা ভাবে না যে নিজের জীবনে ও এমন ঘটনা ঘটতে পারে।
কিছু লোক শত চেস্টা করে ও তার ভালোবাসার মানুষ কে তার আবেগ বুঝাতে ব্যার্থ হয়।
এদের কিসের এত অহংকার আমি বুঝি না।
তবে একটা কথা কি জানেন এই অহংকার চিরস্থায়ী নয়।
একদিন সকল অহংকারের পতন হবে,
মানুষ বুঝতে পারবে মানুষের না বলা আবেগ।
হয়তো সেই সময় সেই আবেগের কোন মূল্য থাকবে না,কিংবা যাকে নিয়ে এই আবেগ তাকে খুঁজে পাওয়া যাবে না।
এর পর ও কিছু মানুষ আজীবন ভালোবাসা বুকে নিয়ে বেঁচে থাকবে।
হয়তো এরা কোন দিন সেই সব অহংকারীর ভালোবাসার যোগ্য নয়,কিংবা অহংকারীর পথভ্রষ্ঠ হতে তারা ইচ্ছুক নয়।
তবু কিসের একটা টানে যেন এদের ভালোবাসার কমতি থাকবে না।
এরা যে নিশ্বার্থ ভাবে ভালোবাসতে জানে সেটা জেনো তার এক দৃস্টান্ত প্রমান রেখে যেতে ইচ্ছা পোষন করবে।
হয়তো এই মানুষ গুলো কোন দিন সেই সুখের দেখা পাবে না কিংবা পেলে ও সেটা চাইবে না।
আর ভাগ্যদেবী হয়তো তাদের দিকে মুখ তুলে তাকাবেন এমনটা ই বিশ্বাস তাদের্।
জীবন সংগ্রামে হারতে যে নারাজ এরা।
এরা ভালোবাসার মানুষ কে ভূলার একশ কারন থাকলে ও ,মনে রাখার একটি কারন বের করবে।
সেই মানুষের জীবন চিত্র হয়তো কোন পত্রিকার পাতায় উঠবে না,কিংবা কোন লোক জানতে ও চাইবে না ,কি তাদের ব্যাথা।
তবু তারা অন্ধের মত ই তার ভালোবাসার মানুষ কে ভালোবেসে যাবে।
এমনটা ই বিশ্বাস এই ছোট্ট জমিদারের্।
©somewhere in net ltd.