![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/banglarjomidarrifat/02-2015/5d609ce2f1339bf775b1448405d79b22_tiny.jpeg
প্রতিদিন তো অসংখ্য খবর পত্রিকার পাতায় এসে জড়ো হয়.অনেকে প্রথম পাতাটা পড়ে ই শেষ ,ভিতরের টা আর পড়ে না ,হয়তো সেখানে কারো না কারো জীবনের কাহীনি উল্লেখ থাকে সেটা স্বাভাবিক।
কিন্তু সেই পাতা আমাদের জীবন কাহীনি কখনো ই উঠবে না।
কেউ জানতে ও চাইবে না আপনার জীবনে দু:খ লুকিয়ে আছে কিনা ।
হয়তো ফেসবুক এর মাধ্যেমে কিছু আবেগ আপনাদের মাঝে তুলে ধরি।
জানেন আমার কোন কস্ট নেই আমি পাথর,
আমার চোখে জল নেই ,সব বালু ।
আমার স্বপ্ন দেখতে মানা।
পৃথীবিতে অনেকের সাথে ই চলেছি আমি ,আমি সর্বদা মানুষের উপকার করি যদি সেটা আমাকে দিয়ে না হয় তবে ক্ষতি করি না।
আজ আমার এক বন্ধু আমাকে বললো কোন একটা ব্যাপার নিয়ে আমি ভয় পাই!
আসলে এটা তার ভূল ধারনা ,কারন আমার হাত পা যে বিবেকের কাছে বাঁধা ।
আমি চাইলে ই সব করতে পারি না কেনো না আমি ওবামা কিংবা বিল ক্লিনটন নই।
আসলে এমন কিছু মানুষের সাথে আমাকে টক্কর দিতে হবে ,যা আমার দ্বারা সম্ভব নয় রে ভাই।
ভাই এই পৃথিবীতে সবাই স্বার্থ পর নিজে করলে নন্দঘোষ পরে করলে সব ই দোষ।
আসলে যে বুঝার সে ই বুঝে না।
আসলে তার কোন দোষ নেই ,সব দোষ আমার ।
আমি ভূলে গিয়েছিলাম সবাইকে দিয়ে সব টা হয় না।
অনেকে আমাকে নিয়ে বাজে মন্তব্য করতে পারেন ।
তবে ভাই আমি অহংকারী নই,আমার অহংকার করার মত কিছু নেই।
চামড়া কালা,দেখিতে ভূতের মত,বেশী কথা বলি,নিজের ইচ্ছে মত চলি ,টেনে খিচড়ে ইন্টার পাশ।
যোগ্যতা বলতে ভালো চাপা মারি ।
নামটা দেখলে বুঝতে পারবেন ,কত বড় চাপাবাজ আমি ।
কিন্তু এই চাপাবাজের ও তো কিছু সত্য ঘটনা রয়েছে।
আসলে আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য নই।
অনেকে আমাকে ভূল বুঝে বিশেষ করে বিশেষ কেউ তার মা ,আমি আসলে আমি অতটা খারাপ নই।
সত্যি কারের ভালোবাসায় কোন শর্ত থাকে না।
আসলে আমার ভালোবাসার সাথে অনেকের অনেক কিছু জড়িত।
কিছু কাছের মানুষ ই আমার আবেগের পাত্তা দেয় না।
আসলে ওরা সারাটা জীবন আমার খারাপ দিক গুলো তুলে ধরেছে ,তাই আজ ও তারা আমার খারাপ দিক গুলা ই ওদের সামনে প্রদর্শন করছে।
আমি সড়াসড়ি বলি না কেনো?
আসলে ভয় ,মানুষিক ভয়,মান ইজ্জতের ভয়,
কারন অনেকবার প্রত্যাখান হয়েছি তাই।
কিন্তু কি করবো শালা ফালতু মনটা বুঝে না।
আসলে ফ্যামেলি আমাদের ভালোবাসে ঠিক কিন্তু কখনো জানতে চায় না আমরা আসলে কি চাই।
ওরা আমাদের জ্বর হলে মাথায় পানি দেয় ,মাথা ব্যাথা করলে মাথা টিপে দেয় ,কিন্তু কখনো মনের
অজানা কথা গুলো জানতে চায় না।
আসলে সাদা চামড়ার মানুষ গুলো বেশী অহংকার ,টাকা পয়সা বেশী অহংকার বেশী,পড়ালেখায় ভালো অহংকার বেশী।
এদের উদ্দ্যেশে বলি ভাই কিসের এই অহংকার ?
মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাঁই।
এদেহ পঁচা দেহ অহংকার কিসের ভাই ?
আমরা না আপনাদের যোগ্য ই না ,তাই বলে খারাপ ব্যাবহার করবেন।
কথা গুলো অনেকের জীবনের সাথে মিলে যেতে পারে কারন আমরা সবাই তো মানুষ।
আসলে যাকে উদ্দ্যেশ্য করে লিখি সে কোন দিন ই এগুলো পরবে না,
কিংবা কালের আবর্তনে মুছে যাবে আমাদের এই আবেগ।
তবু ও কিছু মানুষ মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবে কিছু স্মৃতি ।
আসলে ভাই এই সমাজ টা টাকার পাগল ,যেখানে অর্থ আছে সেখানে ভালোবাসা আছে।
আসলে টাকা থাকলে সাহেব ,না থাকলে চাকর্।
ভাই বিবেক খাটান যে আপনাকে সারাদিন মাথায় করে রাখে সে যদি আপনার চেয়ে বড় কাউকে পেলে আপনাকে মাথা থেকে ফেলে দেবে।
এরা স্বার্থে আপনাকে ব্যাবহার করে,আপনার দু:খ নিয়ে এরা মনে মনে হাসে,উপরে দিয়া ভাব দেখায় আপনার জন্য তাদের অনেক যন্ত্রনা ।
সবই ভাওতা বাজি স্বার্থ উদ্ধারের কৌশল।
সব ই বুঝি কিন্তু তার পর ও চলতে হয় এদের সাথে।
বিশ্বাস মানুষ কে দৃঢ় করে তুলে।
ভাই কেউ বাজে মন্তব্য করবেন না,ভালো না লাগলে লাইক কমেন্ট করার দরকার নাই।
©somewhere in net ltd.