![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফুল ফুটুক আর না ই ফুটুক আজ বসন্ত।
শীতের হীমেল হাওয়ায় যখন চারিপাশ স্তব্দ,ঠিক তখন ই জেনো প্রকৃতির নতুন এক শোভা নিয়ে এসেছে ঋতুরাজ বসন্ত।
বসন্তের বাতাসে ফুলের গন্ধে মন উজাড় করে দেয়।
পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ যেই দেশে কি না ৬ টি ঋতু ।
তাইতো রবীন্দ্রনাথের সাথে তাল মিলিয়ে বলতে চাই , এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।
ধন ,ধান্যে পুস্পে ভরা ,আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে এ দেশ সকল দেশের সেরা ,ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা।
আমার এই দেশেতে জন্ম জেনো এই দেশেতে মরি।
সকলকে বসন্তের ফুলেল শুভেচ্ছা!
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৮
বাংলার জমিদার রিফাত বলেছেন: হা অদ্ভুত।