![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাজারটা মানুষের ভিড়ে ,খুঁজে ফিরি আমি তোমায় ,সেই তুমি কি করে ভূল বুঝ আমায়?
আজ ও আমি তোমার পথ পানে আছি চেয়ে ,এই বুঝি তুমি ডেকে বলবে আমায় কাছে এসো হে প্রিয়ে।
জানি এসব আমার মনের খাম খেয়ালি,সত্যি বলতে কি আমি সত্যি তাকে মনপ্রানে ভালোবাসি।
আমার এ জীবনে অনেক নারী দেখেছি,দেখেছি অনেক রমনীর ছলনা,
সত্যি বলছি তুমি আমার কাছে এক অসাধারন ললনা।
জীবন যুদ্ধে হেরে গিয়ে ও আমি তোমার পানে আছি চেয়ে,জানি একদিন ভূলশুদ্রে ফিরবে আমার ঘরে ।
আর দিও না ব্যাথা আমার এই পরানে,
বাঁচবো না তোমায় ছাড়া এই ভূবনে।
সত্যি বলছি ভালবাসি ,এ নয়তো মোর ছলনা,কি বললে বুঝবে আমায় হে ললনা।
মিস্টি হাসির ছলে তুমি করেছো মোরে পাগল,
স্বপ্ন দেখেছি বাঁধবো দুজনে যুগল।
ফিরে এসো মোর ভালবাসা আর দিও না যন্ত্রনা,
বাঁচবো না তোমায় ছাড়া এ নয় মোর মন্ত্রনা!
অনেক ভেবেছি ভূলে যাবো তোমায় ,
পারিনিকো ভূলতে ,
কেন দূরে রাখো আমায় ? পারি কি সেটা জানতে?
কোন দিবসে চাই না আমি তোমায়,চাই যে যুগ জনমের জন্য,
জানি তুমি আমার ভালাবাসা হবে নাকো মগ্ন!
আবার ও বলছি তোমায় ,ফিরে এসো প্রিয়তম!
এ নয় মোর প্রার্থনা,শুধুই সরলতা।
ভূলবো না তোমায় আমি এ মোর মন্ত্রনা!
ভালোবাসি কথাটি বলতে লাগে নাকো কোন দিবস ,চাই শুধু তোমার কাছে ভালবাসার পড়স।
শুধু OR এর জন্য।
©somewhere in net ltd.