নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জমিদার রিফাত

রিফাত

বাংলার জমিদার রিফাত › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত আত্মজীবনী!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৪

কাকে বুঝাবো? কে বুঝবে? আর কেন ই বা বুঝবে!

সত্যি বলতে কি চাওয়া পাওয়ার হিসাব করলে হয়তো না পাওয়ার পাল্লাটা ই ভারী হবে আমার ।
পাইনি কিছু এটা বললে ও ভূল হবে।

যা পেয়েছি হয়তো তা চাইনি ,আর যা চেয়েছি তা পাইনি।

অনেক বড় মাপের লোক হতে পারিনি তাই আত্মজীবনি লেখার মত তেমন কোন সাহসিকতা ও দেখাই নি।

বাস্তবতা বড় ই নিষ্ঠুর বড়াবরের মত এবার ও ব্যার্থতার চাদরে নিজেকে আবার ও প্রমান করলাম।

তাই নিজকে নিয়ে কিছু একটা লিখতে বসে গেলাম।

এক মনবিজ্ঞানী বলেছিলো মানুষের অতিরিক্ত আবেগের কারনে পাগল হতে পারে মানুষ তবে হয়তো সেই বিজ্ঞানীর ওই উক্তি আমাকে স্পর্শ করার আগে ই আমি হারিয়ে যাবো অন্য কোন রাজ্যে।

অনেক তো চেস্টা করেছি নিজেকে তুলে ধরার।

অনেক চেস্টা করেছি নিজেকে মেলে ধরার ।
আমি পারিনি নিজেকে মেলে ধরতে!

কে জেনো বলেছিলো সুযোগ পেলে মানুষ অনেক বড় হতে পারে আর সেই সুযোগ আমি পাইনি।

বার বার জীবন যুদ্ধে হার মেনেছি।

অত বড় কিছু নয় ছোট্ট একটা চাকরি পেলে ই হয়তো নিজের নামটাকে স্বার্থকতার কাতারে নিয়ে যেতে পারতাম।

হয়তো কারো জন্য সাহস করে সাহসিকতার বড়াই দেখাতে পারতাম,বলতে পারতাম নিজের বুকে লালন করা হাজারো কথার মালা।

আমি পারিনি তাহা,

জানেন অসহায়ত্ব কাকে বলে ,উহা কত প্রকার আমি হারে হারে তাহা টের পেয়েছি।

নীরবে সহ্য করেছি অনেকের অনেক কটুকথা!

এক অভিশাপের কারনে সমাজে সকলের কাছে ই ছোট হয়ে বেঁচে থাকার এক বেদনাদায়ক অধ্যায়ের সৃস্টি করেছি আমি।

এমন একটা পৃথীবি সবাই শুধু নিজেকে নিয়ে ব্যাস্থ!

কেউ ই কারো মনের কথা জানতে চায় না। বুঝতে চায় না সে কি চায়!

সবাই ই সম্পর্ক করতে চায় তবে সেটা টাকার জন্য।

তেল মাথায় সবাই তেল দিতে চায়।

আমার মাথায় তেল নেই তাই অনেক কথা ই আমার আধাঁরে লুকিয়ে যায়।

আমি প্রকাশ করতে পারি না কিছু না বলা মনের আবেগ ,আবার যা ও প্রকাশ করি তা হাসাহাসি ছাড়া আর কিছু ই রুপান্তরিত হয় না।

পরিবারের সাথে অনেক কিছু ই শেয়ার করি,
ভাললাগার কথা গুলো বলতে চাই ।
আমি জানি এখানে কারোর ই আমার কথা শুনার সময় নাই!

হয়তো ওই তেল থাকলে সবাই ই শুনতো।

জানেন ওই তেল টা লাগানোর জন্য কত লোকের কাছে ছোট হয়েছি!

আমি জানি কেউ ই আমার বিপদে পাশে আসবে না ,কেনো না হয়তো সেটা তাদের গ্রহন যোগ্য নয়।

আমি এটা ও জানি যখন আমার মাথায় তেল হবে তখন আমার শুভানুধ্যায়ীর অভাব হবে না।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৫

বাংলার জমিদার রিফাত বলেছেন: ha

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.