![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কোন ধর্মের সেটা আমার বড় পরিচয় নয়,
আমি মানব এটা ই আমার বড় পরিচয়!
আমি লক্ষ্য করেছি অনেক সময় আমি পবিত্র কোরআন এর কথা লিখলে অনেক পরিচিত লোক ই আমাকে নানা প্রশ্নের সম্মুখীন করে।
অনেক লোক তো আমাকে দেখতে ই পারে না।
তবে আজ যা লিখছি তার একবিন্দু ও মিথ্যে নয়!
আমি আরবী পড়তে না জানলে ও গীরিশ চন্দ্রের উছিলায় আমি বাংলায় আমার ভাষায় কোরআন এর আয়াত ,সূরা গুলো সব না হলে ও কিছু পড়ার সৌভাগ্য হয়েছে।
যতটুকু বুঝেছি কোরআন যে পৃথীবির শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ এটা আমি চোখ বন্ধ করে বলতে পারি।
মহানবী (স) যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব সেটা নিসন্ধেহে বলে দেওয়া যায়।
আমি বিশ্বাস করি কুরআন শুধু মুসলিম দের জন্য ই সীমাবদ্ধ নয় ,কোরআন সমস্থ মানব জাতির জন্য।
কোরআনের প্রতিটা আয়াত জেনো এক একটা শান্তির প্রতিচ্ছবি।
আমি ও বিশ্বাস করি যদি আগুন লেগে পুড়ে যায় বিশ্বের সব বইয়ের দোকান,
তবু পুড়বে না ভাই পবিত্র কোরআন!
আমি বিশ্বাস করি শ্রষ্ঠা একজন!
এই কোরআন কে ধ্বংশের অনেক পায়তারা বিশ্বে হয়েছে,কিন্তু কেউ ই কিছুই করতে পারে নি।
শুনেছি পাকিস্থানের এক শাসক জিয়া নাকি বিমান দূর্ঘটনায় পুড়ে গিয়েছিলো কিন্তু তার সাথে থাকা কোরআন শরীফ পুড়ে যায় নি।
এর পর ও কি এই ধর্ম গ্রন্থ কে আপনি শ্রেষ্ঠ বলবেন না,যে ধর্মগ্রন্থ শয়ং ফেরেশতা পাহাড়া দেন।
আমি আজ স্পস্ট করে বলতে চাই যারা এই ইসলাম ,কোরআন নিয়ে কোন কুটুক্তি কিংবা কোন রকম খারাপ মন্তব্য করবেন আমি তাদের বলবো ভাই ফিরে আসুন কি করছেন আপনারা !
আপনারা কি জানেন এই গ্রন্থ শুধু কাগজে কলমে নয় এই গ্রন্থ শয়ং শ্রষ্ঠার আসমানী কিতাব।
আমি আল্লাহ এর কাছে জোর হাতে প্রার্থনা জানাই তিনি জেনো তার বান্দাদের একটু হেদায়েত করেন।
আমি কারো সাথে লাগালাগি করতে চাই না।
কেনো না মহানবীর মত একজন শ্রেষ্ঠ মানুষ যখন অত্যাচার সহ্য করে ও শত্রুদের ক্ষমার চোখে দেখেছেন তবে আমি কি এমন লোক যে একজন মহামানবের চেয়ে হাজার গুন অক্ষম হয়ে ও অহংকারের জোড়ে মানুষের সাথে খারাপ আচরন করবো।
তাই সবার প্রতি অনুরোধ কে কোন ধর্মের সেটা বড় কথা নয় মহানবী মানব জাতিকে ভালবাসতেন তার মানে সকল মানুষকে ই ভালবাসতেন।
আমি শ্রষ্ঠার কাছে আকুল প্রার্তনা জানাই তিনি জেনো সেই মহামানবের আদর্শ নিয়ে আমাকে বাঁচিয়ে রাখেন।
আমি কোন প্রতিহিংসা মূলক কথা বলি না আমি বাস্তবতা বলেছি।
আমি সূরা লোকমানে পড়েছিলাম ,
অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞা করো না,এবং গর্বভরে পৃথীবিতে পদচারন করো না!
তুমি কি জানো না আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না!
ভূল হলে ক্ষমার দৃস্টিতে দেখবেন।
©somewhere in net ltd.