নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জমিদার রিফাত

রিফাত

বাংলার জমিদার রিফাত › বিস্তারিত পোস্টঃ

আত্মজীবনী লিখতে গিয়ে নিজেই বিস্মিত!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৯

নিজের আত্মজীবনী লিখতে গিয়ে নিজে ই বিস্মিত!

সবই সত্য লিখেছি শুধু লিখিনি কিছু মানুষের অবহেলা,আর খারাপ ব্যাবহারের কথা!

কেননা আমি চাই না কেউ আমার কারনে ছোট হোক।

লিখেছি স্কুল জীবন ,বাল্যকালের মজার কিছু কাহীনি।

লিখিনি কোন অহংকারীর কথা।

যে অহংকারীর কারনে জীবনে অনেক যন্ত্রনা ভোগ করেছি।

লিখেছি এমন একজন নিরঅহংকারী,নারীর নীরব ভালবাসার গল্প।
যাকে আমি ভালবেসেছিলাম কিন্তু ভূল করে তাকে সে কথাটা জানাতে পারি নি।

পরে যখন শুনলাম আমি তাকে না জানানো টা ই ছিলো আমার বড় ভূল তাই আজ নীরবে ,নীভৃতে শত যন্ত্রনা নিয়ে ও তার সেই একদিনের ভালবাসার গল্পটা লিখতে ভূল করিনি।
শুধু নামটা ই তার লিখিনি,সে পড়লে ঠিক ই বুঝে নিবে তাকে নিয়ে লিখেছি।

সে ই একমাত্র মেয়ে যার আমার জীবনে প্রয়োজন টা খুব বেশী ছিলো ।

ওকে হারিয়ে অনেক বড় কিছু হারিয়েছি আমি এমন টা ই মনে হয়।

এর পর ও যদি জীবনে কোন দিন কোন কাজে এমন কি আমাকে তার জীবন সঙ্গী করতে চায়,আমি প্রস্তুত।

কেননা ভালবাসার মর্ম সবাই বুঝে না।

আত্মজীবনী তে লিখেছিলাম আমার জীবনের ঘটে যাওয়া কিছু মজার কাহীনি।

কারা আমাকে খুব ভালবাসতো সেই কাহীনি।

আজ আমি আপনাদের সামনে স্টাটাস টা যেই আঙ্কেল এর ভালবাসায় দিতে পারছি সে প্রিয় মানুষটার কথা ও।

আমার ছোট আঙ্কেল ।

এছাড়া আমাদের মুনার কথা আমার আরেক মা উনি খালা হলে ও আমাকে ওনার মেয়ের চাইতে ও বেশী ভালবাসেন।

ছোট আন্টির বন্ধুত্তপূর্ন আচরন।

আর আমার বাবা মায়ের অকৃত্রিম ভালবাসার কথা।

আরেক ছোট বেলার বন্ধু চিকুর কথা ও লিখেছি।

লিখেছি কিছু চাওয়া পাওয়ার গল্প,লিখেছি অপূর্ন স্বপ্নের কথা ।

ইত্যাদি অনেক লিখেছি।

কথা হলো লেখাটা আমার মৃত্যুর আগ পর্যন্ত চলতে ই থাকবে ।

ইডিট হবে প্রতি বছর।

যুক্ত হবে হাসি কান্না চাওয়া পাওয়া ,নীরবতা ।
ইচ্ছা ,আখাংকা।
ভাল কিছু করার প্রত্যেয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.