নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জমিদার রিফাত

রিফাত

বাংলার জমিদার রিফাত › বিস্তারিত পোস্টঃ

আত্মজীবনীর কিছু অংশ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৮

স্কুল জীবনের কথা লিখতে গিয়ে লিখেছি সেই প্রিয় বন্ধু কাউসারের কথা।

যার কারনে আমি এস এস সির গনিত পরীক্ষাটা ভাল করে দিতে পেরেছিলাম।



নইলে ঠিক ই ফেল মারার সম্ভাবনা কিছু টা হলে ও ছিলো।



আরো লিখেছি সেই আড্ডার কথা যা আমি আর কাউসার দিতাম,সময় পেলে ই ছুটে যেতাম সেই নদীর পাড় ,গাং পার।



ও লিখেছি সেই হাস্যকর কথা শনি ও মঙ্গল বার আমি আর কাউসার কখনোই ক্লাস করতাম না।



একবার স্কুল পালানোর কারনে এক স্যার দুইটাকে এমন মারা মারছিলো পুরা হালুয়া টাইট।



আর সেই ভাংগা গ্রীল দিয়ে স্কুল পালানোটা বোধয় আমাদের নেশা ই ছিলো!



সবার পিছনের আসন টা ই ছিলো প্রিয়।



যদিও নানা কারনে বহুবার আমার সাথে তার বাক বিতান্ডা হয়েছিলো কিন্তু সেটা অল্পদিনে ই সীমাবদ্ধ ছিলো।



আমি দুইদিনের বেশী রাগ জমাতে পারি না ,আর কেউ যদি আমাকে অঘাত মেরে ও বলে কি খবর তোর ?



এর পর আর আমার তার প্রতি কোন রাগ ই থাকে না।



লিখেছি সেই খেলার কথা যা কিনা আমরা প্রতিদিন না খেললে ঘুম ই হতো না।



এই খেলার ব্যাপারে বেশী অবদান হিরার !



ও মজার কথা হলো হিরা সেই স্কুল লাইফ থেকে ই আমার মোবাইল নাম্বার মুখস্থ করেছিলো যা আজ ও ভূলে নি।



খেলাধুলার ব্যাপারে ক্লাসের সব বন্ধুরা ই ছিলো ভীষন এ্যাট্রাকটিভ।



এদের মধ্যে অন্যতম অপু ও ছিলো খেলা পাগল।



আরো লিখেছি একুশে ফেব্রুয়ারীর আগের রাত গুলোর সেই কথা।



একবার ফুল ছুড়ি করতে গিয়ে অল্পের জন্য ধরা খেয়ে গিয়েছিলাম।



আর সাথের বন্ধু যেই বাড়িতে চুরি করতে যাবো সেই বাড়ির মালিককে বলে কাকু কেমন আছেন?হাহাহাহাহাহাহা।



আর এক অদ্ভুত কাহীনি এক বন্ধু যে আজ ও আমার সঙ্গী ই রয়ে গেলো আবুল হোসেন।

অসাধারন এক বন্ধু আমার ,আজ ও সে আমার ক্লাস মিট সে ।



শুধু মাধ্যমিক নয়,উচ্চমাধ্যমিক,স্নাতক এ ও সে আমার সঙ্গী।



এছাড়া অর্জুন ও ভাল বন্ধু ই না আমার অনেক প্রিয় বন্ধুছিলো।



আর যে বন্ধুটার সাথে জীবনের বেশীর ভাগ সময় কাটিয়েছি আজ সে হয়তো ভূলবুঝাবুঝির কারনে আমাকে ভূলে গেছে ।



বন্ধু হিসেবে স্বীকার করেনা ।



কিন্তু তাই বলে তাকে আমি কি করে ভূলি।



সে আমাকে ছাড়া স্কুলে যেতো না,আমি ও তাকে ছাড়া স্কুলে যেতাম না।



যদি ও সে স্কুল ফাঁকি দিতো না ,আমি ই ফাঁকিবাজ ছিলাম ।



তার ভূল অনেকবার আমি ভাঙ্গাতে চেয়েছি পারিনি ।

আমি তার কাছে অনেক ছোট হয়েছি শুধু সম্পর্ক ঠিক রাখার জন্য কিন্তু এটা কি তার অহংকার না জেদ সেটা ই বুঝলাম না।



সে ফখরুল ।



আর গভীর ভাবে সকল বন্ধুকে স্মরন করছি,

বিশেষ করে হাবিব,লম্বা হাবিব ।

সোহাগ দাশ ,আবদুর রহমান।



আঙ্কেল খ্যাত সুজন ,তার সাথে ও অনেক মজার দিন কাটিয়েছিলাম।



এছাড়া ও রাজ্জাক সেই প্রান আপ খাওয়ার গল্প ভূলার মত না।



লিটন,জাহাঙ্গীর, বাপ্পি,সৌরভ ।



আনোয়ার .এই সেই আনোয়ার যেই আনোয়ার আর আমি ব্যাটিং এ নামলে ম্যাচ জিতিয়ে ই উঠতাম।



সজিব, এই সেই সজিব ফুল চুরি করতে গিয়ে মালিক কে কাক্কু বলেছিলো।



আর বর্তমানে কলেজ লাইফের রাব্বী,তানবীর ,রাখাল,মিঠুন,সোহাগ আরো নাম না জানা অনেক ।



আর নতুন হলে মনে হয় জেনো তারা চিরচেনা সেই আলামিন ,সূফী,মাইনুল।



আর এখনো যেই বন্ধুটা বিশেষ ভাবে গুরুত্ব পূর্ন স্থানে আছে সে রাসেল তালুকদার ওর উপরে বাপ্পি।



ওর সাথে আজ ও বাকবিতান্ডা হয়নি আর হবে ও না।



এছাড়া তুহিন ,হান্নান ,সাদ্দাম,হাসিব ,



এছড়া প্রিয় বন্ধু মামুন।

যার কথা না বললে ই নয়।

সেই বন্ধুর সাথে বছরের একবার দেখা হলে ও অটুট বন্ধুত্ত।

মিস ইউ মামুন দোস্ত।



ছাড়া ও যাদের নাম মনে পড়ছে না তাদের গভীর ভাবে স্মরন করছি।



ইনশাল্লাহ জীবনে যদি বড় কিছু হতে পারি সবাইকে একত্রিত করে একটা মিলন মেলা দিবো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.