![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাতৃভাষা বাংলা চাই!
ওরা পারে নি বাহান্নে দমাতে মোদের ,
পারেনি কেড়ে নিতে ভাষা!
ও সে স্বপ্ন দিয়ে মাখা সে যে ,আমার বাংলা ভাষা।
কত বীর হলো রে শহীদ ,কত হলো বীরবিক্রম।
গুলির আঘাত খেয়ে ও তারা ,বলে নিকো হারো।
নিজের ভাষার জন্য যারা দিতে পারে প্রান,কি করে আমরা ভূলবো তাদের করবো অপমান?
রফিক ,সফিক বরকতরা,রাস্তায় ঢেলে দিলো রক্ত,ভেবো না গো মা তোমার ছেলের সারা বিশ্বে আছে অগনিত ভক্ত।
আন্তর্জাতিক ভাষা আমার নেই কোন সন্দেহ,
কেনো মিছে মা তুমি কান্দোগো?
তোমার ছেলেরা হারিয়ে গেছে কি বলেছে তোমায়?
হাজার ছেলেরা আছে মাগো তোমার ছত্র ছায়ায়।
মা তুমি কেঁদো না মরিছি ভাষার জন্যে,উর্দ নয় বাংলাভাষায় লিখিতেছি গদ্য।
মা গো ওরা বলে আমার ভাষা কাইরা নিতে চায়,
সে কথা শুনে কি দামাল ছেলের দল চুপ করে থাকা যায়?
পুরো বঙ্গ ভূলবে না তোমাদের,ভূলবেনা সারা বিশ্ব,
একমাত্র দেশ বাংলাদেশ,যারা প্রতিবাদে প্রতিরোধ্য।
একান্ত ই কবিতাটা সকল ভাষা শহীদ ,ভাষার জন্য যারা লড়েছে তাদের উতসর্গ করলাম।
©somewhere in net ltd.