![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বে একটা দেশ দেখান তো যারা মাতৃভাষার জন্য জীবন দান করেছে?
হা আমরা করেছি ,এই বাঙ্গালী করেছে।
আমরা ই পৃথীবির একমাত্র জাতি যারা মায়ের ভাষার জন্য জীবন দিতে পারি।
১৯৫২ ভাষা আন্দোলন ,অংশ নিয়েছিলেন হাজারো ছাত্র জনতা।
রফিক ,সফিক ,বরকত সালাম ,এদের মত হাজারো নাম না জানা ভাইয়েরা ভাষা রক্ষার জন্য ১৪৪ ধারা ভঙ্গ করে নেমেছিলেন রাজপথে।
ফাকিস্থানিরা চেয়েছিলো উর্দ ই হবে পূর্ব বাংলার ভাষা ।
কিন্তু না বাঙ্গালী নিজের মায়ের ভাষায় কথা বলতে চায়।
পুলিশের গুলি খেয়ে ও পিছিয়ে যাই নি জয় নিয়ে ই ঘরে ফিরেছি।
তাইতো , সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরনে
আমার হৃদয় রেখে যেতে চাই ,তাদের স্মৃতির চরনে।
আজ এই ২১ শে ফেব্রুয়ারীতে শুধু যারা শহীদ হয়েছেন তাদের ই স্মরন করছি না,স্মরন করছি সমস্থ ভাষা আন্দোলন কারীদের ।
যাদের অকৃতিম ত্যাগ আর মহিমায় অর্জিত আমাদের এই মায়ের ভাষা।
আজ ওই সব পরসংস্কৃতিচর্চা কারীদের স্মরন করিয়ে দিতে চাই দয়া করে নিজের ভাষায় কথা বলুন ,নিজের ভাষায় সংস্কৃতি চর্চা করুন ।
ঐ সব স্টার জলসা,জি বাংলা ,প্লাস বন্ধ করুন।
শুধু ফুল দিয়ে শহীদ মিনারে গেলে ই ভাষা শহীদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পায় না।
এখনো অনেক ভাষা শহীদ আছেন যারা তাদের প্রাপ্য সম্মান টুকু থেকে বঞ্চিত।
দয়া করে লাখ লাখ টাকার ফুল না বিলিয়ে তাদের জন্য কিছু করুন।
অন্তত পক্ষে সেই সব ভাষা আন্দোলন কারীদের পাশে দাড়াতে পেরে নিজেকে ধন্য মনে করবেন।
জয় বাংলা!
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৪
বাংলার জমিদার রিফাত বলেছেন: কবে খুলবে আমার এ্যাকাউন্ট?