নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জমিদার রিফাত

রিফাত

বাংলার জমিদার রিফাত › বিস্তারিত পোস্টঃ

সমাজের চোখে ওরা ই নাকি অভিশাপ!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৮

এবারের বিষয় পতিতা!

রিফাত 

কেমন আছেন এই পতিতারা?আর কারা ই বা এই পতিতা ?

এমন প্রশ্ন করলে হয়তো বেশীরভাগ মানুষ ই উত্তরে বলবেন ওরা নষ্টা মেয়ে!দেহ ব্যাবসা করে!

এরা সমাজের অভিশাপ,এরা শ্রষ্ঠার ও শত্রু!

এমন হাজারো ক্লু! যাতে কিনা ওই পতিতা নাম ধারীদের কোন গুনগান ই গাওয়া হয় না।

কিংবা কেউ জানতে ও চায় না কেনো তারা পতিতা ? কেনো ই বা তারা এই পথ বেছে নিয়েছেন!

কিন্তু আমাদের প্রশ্ন তো ভিন্ন ,যারা এসব বলছে তারা তো আবার এদের স্বরনাপন্ন ও হতে পারে। সেটা ও তো অবিশ্বাস করতে আমাদের কস্ট হচ্ছে।

ভাগ্যের মার প্যাচে কিছু পতিতার জীবনের কাহীনি শুনার সুযোগ হয়েছিলো ,যদিও দেখে বুঝার উপায় নেই যে এরা ই নাকি দেহ ব্যাবসায়ী!

প্রশ্ন করেছিলাম কেনো আপনারা এই পথ বেছে নিয়েছিলেন?

উত্তরে পেটের দায়ে!

প্রশ্ন ছিলো পেটের দায়ে অন্য কাজ করতে পারতেন?

উত্তরে - কে দেবে কাজ?

আপনাদের পরিবার কি জানে আপনারা এই কাজ করছেন?

উত্তরে - না ভাই!

প্রতিদিন যেই টাকা কামান তা দিয়ে কি সংসার চলে?

উত্তরে -চালিয়ে নিতে হয়!

***আপনার কি সংসার (বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছে করে না?

উত্তরে -বিয়ে হয়েছিলো স্বামী তাড়িয়ে দিয়েছে,শুনেছি আরেকটা বিয়ে ও করেছে!

***সন্তান আছে আপনার?

উত্তরে - আছে !তবে চিন্তাতে আছি যদি ও জেনে যায় তবে কি করে মুখ দেখাবে ও সমাজে?

***আচ্ছা আপনার কাছে কারা আসে?

উত্তরে -কে না আসে? যার দরকার সে ই আসে!

***আচ্ছা এই অন্ধকারের দূনিয়া ছেড়ে দিতে ইচ্ছে করে না?

উত্তরে- করে ! কিন্তু এই পথ থেকে ফিরে এলে ও,এই সমাজ আমাদের গন্য করবে না।

***আচ্ছা আপনার কি প্রান খুলে হাসতে কাউকে ভালোবাসতে ইচ্ছে করে না?

উত্তরে - অসহায় ,গরীবের আবার ভালোবাসা।

***আচ্ছা সমাজ তো আপনাদের নষ্টা বলে ই জানে ,এতে আপনাদের মতামত কি?

উত্তরে - আমরা নষ্টা হলে ওরা নষ্টের গুরু!ওরাই আমাদের এই পথে আনতে বাধ্য করে।

জিজ্ঞাস করেছিলাম ওরা কারা?

বলেছে ওটা বলা যাবে না কেনো না তাহলে হয়তো তার পেটে লাথি পরবে।

আমরা ও চাই না কারো পেটে লাথি পড়ুক,আমরা চাই সমাজের চোখ খুলুক।

সমাজে সুন্দরভাবে বাঁচার সুযোগ করে দিক ওই পতিতাদের ।

আর টিভির একটি রিপোর্টে দেখিয়েছিলো সমাজে বিত্তবান ঘরের রমনীরা কিভাবে নেশায় আশক্ত হয় এবং দেহ লেলিয়ে দেয়!

সমাজের চোখে ওদের যদি কোন নির্দোশ হয়,তবে আমরা বলবো যারা পেটের দায়ে পতিতার নাম গলায় দেয় তারা নির্দোশ!

হয়তো সমাজের সচেতনদের ধারনা এই পতিতাদের কারনে সমাজ ধ্বংশ হচ্ছে ,

তবে আমাদের তো অন্য কিছু মনে হয়,কারন এদের দিয়ে কেউ তো জোড় করাচ্ছে না?

হয়তো প্রশ্নটা প্রশ্ন ই থেকে যাবে ,এদের ও হয়তো ভাগ্য ফিরবে না।

পেটের দায়ে তারা করে যাবেন এমন অশ্লীল কাজ,সমাজের বিত্তবান রা এদের নিয়ে তামাশা করবে।

আমাদের ও এদের জন্য কিছু ই করার নেই,তবে আপনার আছে !

একটু বিবেক খাঁটান,এদের পাশে দাড়ান।

জানতে চান এদের না বলা কথা গুলো,

এদের ও স্বপ্ন আছে ,হয়তো সেটা আপনার,আমার মত না।

এরা আজ শুধু দুবেলা দুমোটো খাবারের স্বপ্ন দেখে।

তাই সবাইকে অনুরোধ জানাচ্ছি পাপিকে নয় পাপকে ঘৃনা করুন ।

পতিতাদের ঘৃনা আর ভোগ পন্য না ভেবে এদের সম্মান দিয়ে ওই পথ থেকে বেড় করে আনার চেস্টা করুন ।

হয়তো আপনার কাছে যেটা সুখ ,তাদের কাছে সেটা অস্বস্থির কারন।

আজ আর নয় ,আবার অন্য কোন অনুসন্ধান নিয়ে আমি রিফাত আপনাদের সামনে হাজির হবো।

বিদায় লঙ্গে একটা কথা ই বলে যেতে চাই,

আপনার ,আমার ভালো আচরনে ই পতিতাদের মুখে হাসির বান ভাসাই

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.