![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতৃপ্ত ভালবাসা!
ভালবাসা টাসা আমাকে দিয়ে হবে না,তার পর ও কিভাবে জেনো ভালবাসায় পরতে হয়।
যদি ও সেটা এক তরফা ভালবাসা ! তাতে কি ভালবাসা তো ভালবাসা ই।
শুনেছিলাম কৃষ্ণ রাধাকে ভালবেসে ছিলো আর তার ভালবাসার টানে রাধা স্বামী সংসার ছাড়তে ও ধিধা করেনি।
ভালবাসা টা একটা অন্তরঙ্গের ব্যাপার।
আজকালকার প্রেম ভালবাসা আমাকে ভাবায়!
এ ও কি ভালবাসা?
স্বার্থপরতা জেনো ভালবাসাকে ঘিড়ে রেখেছে!
ভালবাসা বলতে বুঝায় একটু সুখ, একটু হাসি,একটু আবেগ কিন্তু এ কেমন ভালবাসা যা অর্থ, বিত্ত আর দেহ এর মাঝে সীমাবদ্ধ!
আজ ও অনেকে ই আছেন যারা সত্যিকারের ভালবাসায় নিমগ্ন!
বাস্তবতা এতটাই নিস্টুর যে ওরা সারাটা জীবন ভালবেসে ই যায়।
আজ শুধু ভালবাসাটা চারদেয়ালের মাঝে বন্দী ই নয় ,হারিয়ে যাচ্ছে এর মর্মকথা।
কেন জেনো এখন আর ভালবাসার মাঝে সুখ খুঁজে পাওয়া যায় না।
আজ যখন কেউ আমায় ভূল বুঝে দূরে সরে যাচ্ছে ,আজ যখন নীরব অভিমান কাউকে ঘিরে ধরেছে ,আজ যখব কেউ মিথ্যে অহংকারে অশ্বীকার করছে নিস্পাপ একটি মনের আবেগ কে !তখন হয়তো ভালবাসা কথাটা মুখে আনতে ই লজ্জা লাগে।
কে জেনো বলেছিলো ভালবাসা তারা ই পায় যারা ছলনা করে,তাদের ভাগ্যে জোটে না ভালবাসা ।
আজ ভালবাসাটা বড় ই মিছে আসা মনে হয়।
ভালবাসার তরী হয়তো ছুটে চলেছে অচেনা দেশে ,যার নেই কোন প্রান্তর ,নেই কোন সামিয়ানা।
ভালবাসা আজ বড় ক্লান্ত ,পরিশ্রান্ত।
কিযে মোরে দিয়াছে ভালবাসা তাহা ই আজ ও বুঝি নাই।
জীবনে অনেক পথ পারি দিতে হবে,হবে অনেক ভালবাসার সন্ধান,কথা হলো সেই সত্যিকারের ভালবাসার দর্শন কোথায় পাই?
আজ আমি বিস্মিত ,আজ আমি হতভম্ব! আজ আমি বাকরুদ্ধ!
ভালবাসা পিছু হাটতে গিয়ে কত যে করেছি নিজেকে আমি অসম্মান।
আজ ও পাই নি দেখা তাহার ,পাইনি কোন সন্ধান।
অনেক গিয়াছি আমি তাহার কাছে ,অনেক বুঝাইয়াছি মোর আবেগ,আমি পারি নি বুঝাইতে তাহারে ভালবাসার অনন্তরূপ!
ভালবাসা কেন বুঝে না মোরে? কেন মোরে বারবার প্রত্যাখান করে?
কি এমন অপরাধ আমার?
কে বা দেবে উত্তর তাহার?
ভালবাসা শুনেছি থাকে এক অজানা দেশে ,সাত সমুদ্র তের নদীর পার!
কিভাবে আমি যাবো সেথা ,কে দেবে পথ পার।
নিজেকে মাঝে লজ্জিত লাগে ,লাগে অনেক ব্যাথা বুকে।
আমি কি করে বুঝাবো তোমাদের কি ব্যাথা সই যে মনে।
কেবা বুঝবে আমায় ,কে দেবে কথার দাম?
জানি সবাই ভালবাস মোরে সেটা যে তোমাদের স্বার্থের দাম।
সবাই শুধু ব্যাবহার কর মোরে নিজের স্বার্থের কাজে,বুঝে ও না বুঝার ভান করি মুই কে যে বুঝবে মোরে।
হে ভালবাসা আজ যে আমি বড় ই অসহায়,পারি না কাউকে বলতে পারি না দেখাইতে অন্তরের ওই অভিশপ্ত জ্বালা।
স্বপ্ন আমি দেখতে চাইনা তবু মোরে সপ্ন দেয় দেখা
জীবনে অনেক বার আমি তোমার স্বরনাপন্ন হইয়া ও পাই নাই ভালবাসা ,অবহেলা আর ঘৃনার মাঝে কাটাইছি কত বেলা।
ভালবাসা শুধু ই ভালবাসা!
©somewhere in net ltd.