![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যৌতুক একজন পিতাকে কত টা নিচে নামাতে পারে!
যৌতুক নিবেন না,যৌতুক দিবেন না।
কথাগুলো বোধর বইয়ের পাতায় ই সীমাবদ্ধ! কেনো আজ ও আমাদের দেশের লাখো নারী যৌতুকের হিংস্রতার প্রভাবে হারাচ্ছে প্রান। আবার কখনো পিতাকে দিতে হয় এর জন্য চড়ম মূল্য ।
মানহানী হওয়ার ও আশংখা রয়েছে।
প্রশ্ন আসতে পারে পিতা জানেন যৌতুক দেয়া অপরাধ তবে তিনি দেন কেনো?
উত্তর সেটা ই তো দায়বদ্ধতা! মেয়ে হয়ে জন্মানোটা কি তবে অপরাধ?
এমন অনেক অনেক প্রশ্নের ই সম্মুখীন হতে হয় প্রতিনিয়ত কিন্তু মূল কথা হলো মেয়ের সুখের জন্য পিতা অনেক কিছু ই করতে পারেন।
যৌতুকের কারনে একজন পিতাকে কতটা ছোট হতে হয় সেটা দেখার জন্য গত ছয় মাসে আমি বিভিন্ন যায়গায় ছুটে বেড়িয়েছি,জানতে চেয়েছি কেনো তারা এমন বেআইনি কাজ তারা করছেন,প্রশ্নের উত্তরগুলো হয়তো মিলাতে পারিনি তবে অনেক না বলা প্রশ্নের ই উত্তর আমাকে খুঁজে নিতে হয়েছে।
দূর্ভাগ্য হলে ও সত্য সেই তালিকায় একজন শিক্ষকের নাম ও শুনেছিলাম যেই শিক্ষক কি না মানুষ গড়ার কারিগড় তিনি ই এমন সিদ্ধান্ত নেন না আমার বোধগম্য নয়।
ধরুন একজন পিতা তার কন্যা সন্তান কে খাইয়ে পড়িয়ে এত বড় করলো অতচ তাকে ই কিনা বিয়ে দেয়ার সময় যৌতুকের কবলে পরতে হয় ।
এটা ও কি সামাজিকতা !
আপনি কি জানেন যৌতুকেত অর্থ যোগাড় করতে একজন পিতা কতটা হেনস্থ হতে হয়?
আপনি কি জানেন একজন পিতা ওই যৌতুকের টাকা যোগাড় করতে নিজের শেষ সম্বল ও হারাতে হয়?
আপনি পড়ালেখা করে বড় হয়েছেন চাকরি করছেন তবে আপনি কেনো যৌতুক নিবেন ?
এমন এক প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে দেখলাম ছেলের বাবা ছেলেকে মানুষ করার জন্য যেই টাকা খরচ করেছেন সেই টাকা তোলার জন্য ই নাকি যৌতুক প্রথা বেছে নেন।
দূর্ভাগ্য হলে ও সত্য ৮০ ভাগ কন্যার পিতা ই এই যৌতুকের অভিশাপে অভিশপ্ত!
আবার এমন ও দেখেছি যৌতুকের অর্থ সময় মত পৌছে না দেয়ায় মেয়েকে লাঞ্চিত করেছে স্বামী,শাশুরী।
যা কিনা ঘৃনিত মনের কাজ।
এখন প্রশ্ন আসতে পারে আইন আছে এদের বিচার হবে ,হা তা ঠিক কিন্তু তার আগে এদের মুখোশ খুলতে হবে,কারা আছেন এদের পিছনে সেটা বেড় করতে হবে।
আর সে জন্য প্রয়োজন যুব সমাজের সক্রিয়তা।
একজন পিতাকে নি:শ্ব করে নিজের সুখের সংসার সাজানো নিত্যান্ত ই অমানুষিকতার সামিল!
শুনেছি একটা গুস্টী থেকে এই যৌতুক প্রথার সৃস্টি ,কথা হলো সেই গুস্টীর মানুষদের মধ্যে কি আজো বিবেক জাগ্রত হয়নি?
তাই আসুন আপনার ,আমার সকল এলাকায় ই যৌতুক এর কবলথেকে নারীকে বাঁচাই।
আর জেনো কোন নারী যৌতুকের অভিশাপের শিকার না হয়।
প্রয়োজনে এমন দৃশ্য দেখা মাত্র ই মাননীয় উপজেলা কর্মকর্তার সাথে যোগাযোগ করুন ।
আর জেনো কোন পিতা যৌতুকের কারনে তার শেষ সম্বল হারাতে না হয় সেই দিকে নজর রাখুন।
২| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ৮:৩৪
বাংলার জমিদার রিফাত বলেছেন: আপনার কথা ঠিক কেনো না এমন অহরহ ই ঘটে চলছে তবে যার আছে সে কেনো নিবে আর যার নেই সে নিতে পারে যদি মেয়ের বাবার দেয়ার সামর্থ্য থাকে ।
ধরুন আপনার টাকা পয়সা কিছুর ই অভাব নেই তবু আপনি একটি গরীব ঘরের মেয়ের বাবার উপর চাপিয়ে দিলেন যৌতুকের বোঝা তখন কি করবেন সেই পিতা?
তাই সেই সব মানুষেদের উদ্দ্যেশ্য করে ই লেখা টা লিখলাম ভাই।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৪:৩১
নীল আকাশ ২০১৪ বলেছেন: পরিস্থিতি যদি এমন হয় যে, যৌতুক না দিলে কেউ আপনার মেয়ে/বোনকে বিয়ে করছেনা, সেক্ষেত্রে কি করবেন?
বাবা তার মেয়ের সংসার গুছিয়ে দেবার জন্য আসবাবপত্র/গয়নাগাটি দিতে চাচ্ছেন, যা আপনার কিনে দেবার মুরোদ নেই। সেক্ষেত্রেই বা কি করবেন?