নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জমিদার রিফাত

রিফাত

বাংলার জমিদার রিফাত › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষার গল্প!

০৩ রা মার্চ, ২০১৫ রাত ১১:০১

দিন যত যাচ্ছে ,অপেক্ষার প্রহর তত ই বাড়ছে!

এ জন্য এক অদৃশ্য ব্যাথার আনা গোনা! এ জেনো এক জলন্ত অগ্নিয়াগিরির জলন্ত তেজরশ্মি!
এ জেনো মরুভূমির সেই ১০০ ° সেলসিয়াসের বালুর ঝড়!

দিন যত যায় আমার বিরহ তত বেড়ে যায়।
আমি আর পারছি না সইতে প্রিয়সী!

তোমার ভালবাসায় আমি অন্ধ হয়ে গেছি,নিজেকে বিসন ছোট মনে হয়।

আজ আমি পথ ভ্রস্টা ,তোমার প্রানে চাহিয়া আমার পরানে আজ বিরহের অনল দাউ দাউ করে জ্বলিতেছে!

আজো দিবস ও রজনী তোমার অপেক্ষায় আমি পথ চাহিয়া আছি সখি!

কেন তুমি আমায় আজো দূরে সরিয়ে রেখেছো,কেনো ধরা দেও না আমায়?

আজ ও তোমার অপেক্ষায় প্রতিটি রাত ,প্রতিটা প্রহর আমি পাগলের মত চেয়ে আছি তোমার ও পানে!

আজো স্বপ্ন দেখি, ভূল করে হলে ও ফিরবে তুমি আমার জীবনে।
সেই যেদিন প্রথম তোমায় দেখেছিলাম ,সেই থেকে ই তোমার জন্য আমার অপেক্ষার প্রহর গনা শুরু।
আজো আমি তোমার জন্য রজনীর কতটা প্রহর যে নির্ঘুম কাটিয়েছি যা তোমাকে বিশ্বাস করানো যাবে না।

এর পর ও তুমি আমায় দূরে সরিয়ে রাখো!
সত্যি করে বলবে কি তুমি কি আমার এই আবেগ বুঝ না ? নাকি বুঝে ও না বুঝার ভান করো?

জানো আজো ও আমি সেই সকাল থেকে রাত্র পর্যন্ত অপেক্ষায় থাকি এই বুঝি তুমি আসবে আমার কাছে বলবে ভালবাসি!

আচ্ছা বলো তো কেনো আমার এই আবেগ?
কেনো আমার এই আকুলতা ?
কেন আমার এই নি:সঙ্গতা ?
কেনো আমার এই আনমনা ভাব?
আচ্ছা কেউ কি মিথ্যে ভালবাসলে এতো দিন অপেক্ষা করে?

এই অপেক্ষার কবে ঘটবে অবসান?
কবে আমি অপেক্ষার এই তীব্র জ্বালা থেকে মুক্তি লাভ করবো?
কবে আমি তোমার সেই মিস্টি মুখের সেই চাঁদমাখা হাসি দেখবো,
কবে আমি তোমার কাছে আমার এই ভালবাসার গ্রীন সিগনাল পাবো?

কবে তুমি নিজের মুখে বলবে আমি তোমার জীবন?

নিজেকে কেনো জেনি আজ বড় একা মনে হয়,মনে হয় পৃথীবির সমস্থ একাকিত্ত বোধয় আমার গলা টিপে ধরেছে,মনে হয় জীবনের শেষ ক্লান্তি লগ্নে পৌছে গেছি আমি।
আমার এই অপেক্ষাটা কে নিয়ে কিছু লোক মশকারি ও করে বেড়ায় কিন্তু তাই বলে কি বাইরের মানুষের কথায় আমি তোমায় ভূলে যাবো ? তা কখনো ই না।

আমি আছি,আমি ছিলাম,আমি থাকবো

হয়তো কিছু ই নাহি পাবো তবু দূর হতে তোমায় আমি ভালবেসে যাবো!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১১:২৮

আরণ্যক রাখাল বলেছেন: এই চিঠিখানা পোস্ট না করিয়া আমাদের পড়াইয়া আপনার কি লাভ হইল| এইভাবে লাভ লভ কিছুই পাইবেন না

২| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১১:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: লেখায় অনেক বানান ভুল আছে। চোখে বাঁধছে। আশা করি ঠিক করে নেবেন। লেখাটা মনককে ছুঁতে পারে নি। আমার কিন্তু গল্প বলে মনে হলো না। আমার ভুল হতে পারে।

৩| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১১:৫৭

বাংলার জমিদার রিফাত বলেছেন: ভাই আবেগ তো আবেগ ই সেটা কি কারো সাথে শেয়ার করা যায় না?

৪| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১২:০০

বাংলার জমিদার রিফাত বলেছেন: ভাই ফ্রন্টে সমস্যা আছে আর ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.