![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলন্ত ট্রেনের মতই গতিময় জীবন চলছে আপন মহিমায়!
ট্রেন যেমন থেমে নেই,জীবন ও থেমে নেই।
চলছে তো চলছে ই!
কখনো স্টেশন ধরে আবার কখনো স্টেশন ধরে না।
প্রতিদিন ই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছে ট্রেন।
জীবন টা ও ঠিক তেমন ই।
ট্রেন এর মত ই জীবন ও একটা নির্দিষ্ট গন্তব্যে পৌছাতে চায়!
গতীয় ময় এই জীবনে অনেকের জীবনে ই ঘটে যায় অনেক দূর্ঘটনা!
হয়তো কেউ তা প্রকাশ করে, কেউ তরে না!
প্রতিদিন ই পত্রিকার পাতায় অনেক খবর ই আসে, আসে না কিছু মানুষের জীবনের কিছু হতাসার কাহীনি।
ট্রেন যেমন একের পর এক স্টেশন ধরে তেমনি জীবন ও হাজার টা স্টেশন ধরে অবিরাম।
কখন যে কোন স্টেশন তার গন্তব্যে , সে নিজে ও জানে না!
গতিময় এই জীবনে অনেকে ই অনেক সময় কিছু অজানা ভূল করে বসে, আর যার মাঝে অন্যতম কাউকে অন্ধভাবে ভালবাসা!
অন্ধভাবে ভালবাসলে প্রতিদান স্বরূপ যন্ত্রনা ছাড়া আর কিছু ই মেলে না ভাগ্যে!
আবার কিছু লোক দূর থেকে ভালবাসে যে ভালবাসার মাঝে থাকে না কোন শারিরিক সম্পর্ক।
এক কথায় পবিত্র ভালবাসা।
এই গতিময় জীবনে পাওয়া না পাওয়র হিসাব কষলে, না পাওয়ার পাল্লাটা ই ভারি পাওয়া যাবে।
তবু মানুষের জীবন যাচ্ছে কেটে আপন মহিমায়!
শূন্যতায় ভরা মানুষের জীবনে চলার পথে অনেক সময় ই অনেকের সাথে হয়ে যায় দেখা
কেউ বা তাতে আপন হয়, কেউ বা ছন্নছাড়া!
গতিময় জীবনের চলার পথে হাজার টা বাঁধার সম্মুখীন হলে ও যারা টিকে থেকে বাঁধা উপড়ে ফেলতে পারে তারা সফল, যারা পারে না তারা ই হার মানে জীবন যুদ্ধে।
এর পর ও জীবন যাচ্ছে কেটে তার আপন মহিমায়।
একদিন হয়তো ট্রেন থেমে যাবে, সাথে জীবন ও।
গতির খেলায় দুজন ই থাকবে স্তব্দ।
এই গতির ই হবে একদিন শেষ।
একদিন অজানা,অচেনা এক রাজ্যে এসে জীবন থমকে যাবে,ওই ট্রেনটা ও তার গতিপথ করবে পরিবর্তন।
সেই টিকেট মাস্টার কে যেমন আর খুঁজে পাওয়া যাবে না,তেমনি প্রান চলে গেলে ও আর খুঁজে পাওয়া যাবেনা সেই অচেনা মানুষ গুলোকে।
©somewhere in net ltd.