নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জমিদার রিফাত

রিফাত

বাংলার জমিদার রিফাত › বিস্তারিত পোস্টঃ

বাস্তব জীবনের গল্প।

১২ ই মার্চ, ২০১৫ রাত ১:৩৪

মাঝে মাঝে এমন কিছু মানুষের সাথে আমার সাক্ষাত হয়ে যায় ,যাদের কিনা ভূলতে খুব কস্ট হয়।

কেনো জেনি আবেগ টা একটু বেশী ই কাজ করে আমার মাঝে!

অনেক সময় ভাবী কে আমাকে সম্মান দেবে আবার যখন সম্মানের চাইতে ও বেশী কিছু পেয়ে যাই,তখন ভাবী বোধয় প্রত্যাশার বাইরে ও কিছু পেয়ে গেছি।

আমি অনেক বড় লোক (ধনি) লোকের সাথে চলেছি ,যারা আমার চাইতে উচু মানের ।
আবার তাদের সাথে ও চলেছি যাদের নামের আগে কিছু মানুষ ব্যাজ্ঞাত্তক ভাবে বলে দারিদ্র,কমজাত!

আসলে যদি সম্মানিত ব্যাক্তিদের কোন নোবেল কিংবা অস্কার দেওয়া হতো তবে আমি সেই কম জাত ,দারিদ্র লোক গুলো কে তাদের আচার,ব্যাবহারের জন্য পুরস্কার ঘোষনা করতাম।

সম্মান কিংবা কদর সেটা নয় যে আপনি অনেক ভাল ভাল খাবার খাওয়াবেন আবার অকথ্য ভাষায় গালাগাল করবেন,ভালভাবে না কথা বলবেন ভাব নিয়ে এর পর ও আপনাকে বাহবা দিয়ে যায় !

সম্মান সেটা যেটা আমি অনেক দারিদ্র গোস্টির খুব কাছ থেকে পাওয়ার সৌভাগ্য অর্জন করেছিলাম।

এই অহংকারের দূনিয়াতে সত্যি ওই মানুষ গুলো ই জেনো কেমন ব্যাতিক্রমী।

ওরা ঠিক ই পলাও ,কোমড়া দিয়ে আপ্যায়ন করেন না,কিংবা তারা সেটা পারেন না,

কিন্তু ওই যে কোটি টাকার হাসি মাখা মুখ খানা সামনে আনিয়া বলে আপনাদের তেমন আপ্যায়ন করতে পারছি না ,আপনাদের বুঝি খুব কস্ট হচ্ছে,আবার আসবেন আমাদের বাড়ি।

সত্যি এটা কোন আবেগ নয় আমার হৃদয়ের অন্তরের অন্তরস্থল থেকে শ্রষ্ঠার কাছে আকুল প্রার্থনা তিনি জেনো ওদের একটু ভিন্ন দৃষ্টিতে দেখেন ।

ওই দারিদ্রতার মাঝে ই জেনো তাদের সুখের অন্ত না থাকে।

ওদের জীবন টা অনেক টা ই সুগন্ধী জুঁই ফুলের মত,সারাটা জীবন শুধু গ্রান ই বিলায় বিনিময় কেউ না কেউ সে ফুল ছিড়ে নস্ট করে দেয়।

দূর্ভাগ্য হলে ও সত্য অনেক সময় অনেক ফুল কে ই দূর থেকে দেখে ই তৃপ্তি মিটাতে হয় ,আমার কাছে ও ওই ফুল গুলো তেমন ই ।
দূর থেকে থাকিয়ে থাকা ছাড়া সে ফুলের গ্রান নেয়ার মত কোন সিস্টেম ই নেই।

কেনো না আজ ও আমি বন্ধী,আজো আমি কিছু লোকের কাছে জিম্মি!

আজ ও আমি নামে বাস্তববাদী সমাজের কাছে বন্ধী,আজ ও আমি সূশীল সমাজের কাছে জিম্মি।

সকলের উদ্যেশে বলছি সত্যি পৃথীবিতে অনেক ভাল মনের মানুষ আছে যারা ধরা ছোয়ার বাইরে কিংবা সমাজ ব্যাবস্থা তাদের প্রাপ্য সম্মান দেয় না,তারাই সত্যিকারের মানুষ!

তারা ই জানে কিভাবে মানুষ কে সম্মান দিতে হয়।

মাঝে মাঝে ই ওই লোক গুলোর সন্ধান আমাকে বিধাতা দিয়ে দেয়,
আর এতোটা ই সম্মানে ভূষিত হই যে অনেক সময় চোখের কোনে প্রচন্ড বেগে অস্রুরা নীরবে খেলা করতে থাকে।

আমি শ্রষ্ঠার কাছে আকুল প্রার্থনা জানাই,হে আমার প্রতিপালক তুমি আমাকে এমন মানুষের সান্নিধ্যে ই সারাটা জীবন থাকার মত তৌফিক দান করো,
ইহোকাল আর পরকালে জেনো এদের ই সঙ্গী হিসেবে পাই।

আমার এই আবেগ টা জেনো সারাটা জীবন আমাকে তাড়া করে,যদি জীবনে কোন বড় পর্যায় যেতে পারি এই আবেগ টা জেনো সর্বদা ই আমাকে বিতাড়িত করে।

আর যুগে যুগে সেই সম্মানিত ব্যাক্তিদের সম্মান তুমি দ্বিগুন করে দেও,সকল বিপদ,আপদ থেকে তাদের মুক্ত করো।

আর একটা গুষ্টির নিকট তীব্র ক্ষোভের সাথে জানাচ্ছি,
মানুষ কে মানুষ হিসেবে গন্য করুন,
জাত,গোত্র ,বর্ন দেখে নয় ! আচরন দেখে ভালবাসুন।

চিরজীবি হউক সেই হৃদয়বান ব্যাক্তিরা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৫ রাত ১:৩৮

প্রামানিক বলেছেন: সুন্দর পোষ্ট। ধন্যবাদ

২| ১২ ই মার্চ, ২০১৫ রাত ২:০৩

বাংলার জমিদার রিফাত বলেছেন: আপনাকে স্বাগতম ভাই,যা লিখেছি সব ই বাস্তবতা ভাই।

আমি আজ সত্যি আবেগে আপ্লুত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.