নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জমিদার রিফাত

রিফাত

বাংলার জমিদার রিফাত › বিস্তারিত পোস্টঃ

না বলা কিছু কথা!

১৮ ই মার্চ, ২০১৫ রাত ২:৫৯

কিছু কথা থাকনা গোপন! কিছু কথা রাখনা গোপন!

জানি তুই করবি না মোরে আপন!

তবু মুই স্বপ্ন দেখি তুই করবি না বারন।

মিছে অহংকারে আজ ও তুই করিস মোরে লালন,

আজ ও প্রতি রাতে আমার হৃদয়ে করি তোর প্রতিপালন!

দুই দিনের এই দূনিয়াতে করলি কত ডং! মনুষ্য হইয়া ,মানুষকে করিলি তুই কত অযতন!

ভালবাসা নাই বা দিলি করিসনে অযতন,বিবেক থাকতে হ একটু সচেতন।

আত্মঅহংকারের জোরে করলি মোরে পর,যত পারিস দু:খ দে তবু ভাবিস সে আমি তোর পর!

চাইনি তোর পানে তবু ,দুচোখ মানাই কেমনে!
পোড়া কোপাল চোখ দুটো হায় তাকিয়ে রয় তোর গহীনে।

জানিনে তুই কেন মিছের খেলার মাতাস নিজেকে,মনে রাখিস সময় হলে পারবি নে নিজেকে শুধরাতে!

আজ যে তোকে ভালবাসে তুই বাসিস না তারে ,একদিন সে ছায়ার মত থাকবে তোর পাশে পাশে!

চলে যখন যাবি তুই ,চলে যা বহুদূর!

পথ হারালে ঠিক ই পাবি আমায়,নইতো সে দিন বেশীদূর।



শুধু তোমার জন্য আমার এই লেখা।
জানি কোন দিন তোমার কাছে কথা গুলো পৌছাবে না ,তবু ভালবাসি তোমায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.