![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিবস রজনী, আমি যেন কার আশায় আশায় থাকি।
তাই চমকিত মন, চকিত শ্রবণ, তৃষিত আকুল আঁখি।।
চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই,
সদা মনে হয় যদি দেখা পাই–
‘কে আসিছে’ বলে চমকিয়ে চাই কাননে ডাকিলে পাখি।।
জাগরণে তারে না দেখিতে পাই,
থাকি স্বপনের আশে–
ঘুমের আড়ালে যদি ধরা দেয়,
বাঁধিব স্বপনপাশে।
এত ভালোবাসি, এত যারে চাই,
মনে হয় না তো সে যে কাছে নাই–
যেন এ বাসনা ব্যাকুল আবেগে, তাহারে আনিবে ডাকি।।
এমন মনে হয় জেনো লেখাগুলো তিনি আমাকে উদ্দ্যেশ্য করে ই লিখেছেন!
২| ২০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন: রবীঠাকুর এমনি এক কবি। যার লেখার আবেগে সবাই নিজেকে খুঁজে পায়।
৩| ২০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন: রবীঠাকুর এমনি এক কবি। যার লেখার আবেগে সবাই নিজেকে খুঁজে পায়।
৪| ২০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন: রবীঠাকুর এমনি এক কবি। যার লেখার আবেগে সবাই নিজেকে খুঁজে পায়।
৫| ২০ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩১
বাংলার জমিদার রিফাত বলেছেন: ধন্যবাদ পেইন সাহেব।
৬| ২০ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩২
বাংলার জমিদার রিফাত বলেছেন: হতে পারে দিশেহারা
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
সাইলেন্ট পেইন বলেছেন: খুব ভাল লাগল