নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জমিদার রিফাত

রিফাত

বাংলার জমিদার রিফাত › বিস্তারিত পোস্টঃ

জীবনের জন্য খাদ্য!

২০ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩৫

মাঝে মাঝে কিছু মানুষের কথা আমাকে ব্যাথিত করে।
এত টা ই যে আমি আশ্চর্য হই তাদের কথা শুনে।

মানুষ খাদ্যের জন্য কত কিছু ই না করে,
চুরি,ডাকাতি,দূর্নীতি,ধোঁকাবাজী,ধান্দা আরো কত না কি।

কিন্তু প্রশ্ন হলো কারো যখন আত্মাটানে আর কারো বাধ্যবাধকতার জন্য সে খেতে পারে না সেটা কি?

আর খেলে যদি অপরাধ হয় তবে যারা ওই অভিশপ্ত কাজ গুলো করছে তাদের টা কি অপরাধ নয়?

মানুষের শরীরের বৃদ্ধি ঘটানোর জন্য আমিষের ভূমিকা সব চাইতে বেশী।
আর ডাক্তারী বিদ্যায় ও বলে শরীরের ঘটন,এবং বৃদ্ধি সাধনে আমিষের ভূমিকা অপরীসিম কথা হলো পৃথিবীতে কিছু লোক আছে যারা লোক চক্ষুর অন্তরালে সব ই করে বেড়ায় আর সামনে আসলে সাধু সাজতে ব্যাস্থ!

এক কথায় এরা অতুলনীয়,অসীম অভিনয় করে বেড়ায়।

আর কিছু মানুষ জাতি,বর্ন ভেদ খোঁজে।

কে কোন জাত,কার কি বর্ন তা নিয়ে বাড়াবাড়ি করে।

ভাইরে বর্ন আর জাত দিয়ে যদি মানুষ চেনা যেতো তাহলে শ্রী কৃষ্ণ এর প্রেমে রাধা মগ্ন থাকতো না।

তার পর ও বলছি আত্মার উপর শ্রষ্ঠা বিরাজামান।

কারো আত্মা টানলে তাতে বাঁধা দেওয়া অন্যায়।

এক কথায় অপরের মুক্ত চিন্তায় হস্তক্ষেপ!

মনে রাখবেন আপনি আমি খাদ্যের যোগান দেই না, খাদ্যের যোগান দেয় শ্রষ্ঠা।

আর জাত আর বর্ন সে তো শ্রষ্ঠার লীলা!

পৃথিবীতে অনেকে ই আছেন একটু ভাল খাদ্য খাওয়ার জন্য মুখিয়ে থাকেন।

শ্রষ্ঠার কাছে আকুল প্রার্থনা তিনি জেনো সকলের ভাল খাবার খাওয়ার সুযোগ দেন।

পরিশেষে বলতে চাই,

বহুরুপে, সম্মুখে তোমা ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর?

জীবে প্রেম করে যেইজন, সেই জন সেবিছে ঈশ্বর!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.