![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর, মানুষের মাঝে ই স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর।
কথা গুলো তাদের জন্য যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন তাদের জন্য।
আমি লক্ষ্য করেছি কিছু লোক আছে যারা অন্য ধর্মের লোকদের আপন করে নিতে চান না।
খোঁজেন নানা খুঁত!
এমন ও কথা শুনি এই ধর্মের লোক ওই ধর্মের লোকের সাথে মিশা ঠিক না,আবার শুনি এদের খাবার ওরা ছুতে পারে না!
যেগুলো স্পর্শকাতর কথা!
ধর্ম কি আপনাকে এগুলো শিখিয়েছে?
আপনারা কিছু ধর্ম যাযক বলেন এসব অমানবিক কথা।
কই আমি আজ পর্যন্ত কোন ধর্ম গ্রন্থে দেখিনি এমন কথা লিখা যে কারো ছোয়া কেউ খেতে পারবে না,কেউ স্পর্শ করলে সেটা নাপাক হবে।
হ্যা গ্রন্থে লেখা আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ!
আরো বলা হয়েছে পরিষ্কার পরিছন্ন থাকলে মন পবিত্র থাকে!
এর পর ও কি বলবেন এর ছোয়া ও খেতে পারবে না?
কই কোন ধর্মে তো এমন কথা উল্লেখ নেই!
ধর্ম শান্তির বানী পৌঁছে দেয় আর কিছু জালিম,কিছু শয়তান নিজেদের বড় মানের লোক এবং তাদের গ্রহন যোগ্যতা বাড়ানোর জন্য নিজেদের খাম খেয়ালি মত প্রচারনা করে।
যেটা সকল মানব জাতিকে হীন করে।
আমরা সবাই মানুষ রক্তে,মাংশে গড়া।
মানব জাতির মাঝে ভেদাভেদ থাকবে কেনো?
মানুষ, মানুষের জন্য,জীবন জীবনের জন্য।
আমি সনাতন ধর্মালম্ভী হলে ও মোঃ (স) এর ভক্ত।
তিনি বলেছিলেন মানুষে মানুষে ভেদাভেদ খুঁজ না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না।
মানুষকে ভালবাস,মানুষকে ভালবাসলে শয়ং আল্লাকে ভালবাসা,কারন প্রতিটি মানুষের মাঝে ই শ্রষ্ঠা বিদ্যমান।
©somewhere in net ltd.