নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জমিদার রিফাত

রিফাত

বাংলার জমিদার রিফাত › বিস্তারিত পোস্টঃ

চাহিদা!

১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৩

কোন কিছু পাওয়ার ইচ্ছা বা আখাংকা প্রকাশ করাকেই চাহিদা বলে।
মানুষের এই চাহিদা মানুষকে এতটা ই ছোট করে যে মাঝে মাঝে ঘৃনিত কাজ করতে ও বাঁধা দেয় না।
বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন তার বাইরে যা কিছু সবই লোভ!

আজ সমাজে যতগুলো খারাপ কাজ হচ্ছে সব কিছুর ই মূলে এই চাহিদা।
মানুষের চাহিদা আকাশচুম্বী,যার সীমানার কোন অন্ত নেই,প্রতিদিন ই চাহিদা বেড়ে চলেছে।

যার একলাখ টাকা আছে সে সেটাকে দশলাখ বানাতে চায়,গাড়ী,বাড়ি,গহনা এমন কি সুন্দরী বউ ও চাহিদার আওতায়।

প্রতিদিন ই পাহাড়ের চুড়ায় উঠছে চাহিদা।

পাল্লা দিয়ে ও চাহিদা বেড়ে চলেছে এর ওটা আছে আমার নাই কেনো?
উনি চার লাখ টাকা দিয়ে গাড়ী কিনতে পারলে আমি পাড়বো না কেনো?
এ জেনো প্রতিযোগিতার ছড়াছড়ি।

চাহিদাটা একটু ছোট করলে ই জীবনে অনেক সুন্দর হয়,এই চাহিদা পূরন করতে মানুষ কত পথ ই বেঁছে নেন।
খুন,মানুষ ঠকানো,ভন্ডামি।

একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন তো সাধ্যের মধ্যে কি সুখ খুঁজে পাওয়া যায় না?

আচ্ছা বেঁচে থাকার জন্য কেমন চাহিদার প্রয়োজন?

আপনি কি মনে করেন না যে আজ যত অপকর্ম হচ্ছে তার জন্য মানুষের লোভ,চাহিদা দায়ী নয়?
ধরুন একজন পুলিশ ঘুষ খাচ্ছে এর জন্য দায়ী কে?

গিয়ে দেখুন তার সুমতী লক্ষী দেবী বায়না ধরেছে ওনাকে কিনে দিতে হবে হিরার নেকলেস!

কিন্তু ওই পুলিশ কর্মকর্তা কি পারবে সৎ উপায়ে তার স্ত্রীর চাহিদা মেটাতে?

আবার না দিলে যে ওনার বউ এর পেসটিজ পামছার হতচ্ছারা ঘুষ না খেয়ে যাবে কই! ল ঠেলা!

তবে কি এতে ও চাহিদার দোষ নেই?নাকি সব দোষ নন্দঘোষ!

কিছুদিন আগে এক ইউ,এন, ও সাহেব তার বাস্তব অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেছিলেন আমাদের দেশে কিছু লোকের চাহিদা নেই!
তারা কারা?
তারা ক্ষুদ্রজাতিগুষ্টির লোক, তাদের চাহিদা সাধ্যের মধ্যে।
তারা ফলমূল খেয়ে ই দিন পার করে দেয়।
আশ্চার্যের বিষয় হলো তিনি সেখানে কর্মরত অবস্থায় থাকাকালীন কোন শালিস তার কাছে পৌছায় নি।

ওদের চাহিদা নেই বলে ই তাদের মাঝে নেই কোন হানাহানি,বন জঙ্গলে ঘুরে যা জুটে সেটা খেয়ে ই তারা জীবন পার করে দিচ্ছে।

অন্তত পক্ষে তাদের কাছ থেকে একটা শিক্ষা নেওয়া যায়, আর তা হলো তারা সাধ্যের মধ্যে সবটুকু সুখ খুঁজেন বলেই তাদের মাঝে প্রবেশ করতে পারে নি কুচক্রমহল!

চাহিদাটা এমন হওয়া উচিত যাতে লোভে পাপ, পাপে মৃত্যু না হয়।

অন্যের কি আছে সেটা নিয়ে তুলনা না করে আপনার কি আছে তার উপর জোড় দিন,প্রার্থক্য না খুঁজে সন্তুষ্টি আদায় করুন।

চাহিদার ভূত মাথায় না আনলে দেখবেন সুখের অভাব হয় না!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৫

হামিদ আহসান বলেছেন: অামার অাবার ক্ষমতার চাহিদা ......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.