নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জমিদার রিফাত

রিফাত

বাংলার জমিদার রিফাত › বিস্তারিত পোস্টঃ

বাংলা বর্ষবরন ১৪২২!

১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৪

চাওয়া পাওয়ার হিসাব কষতে গেলে হয়তো না পাওয়ার হিসাব টা ই বেশী হবে!

পুর্নতা আর অপূর্নতার হিসাব কষলে অপূর্নতার পাল্লা ই ভাড়ি হবে।

এর পর জীবন যাচ্ছে কেটে আপন মহিমায়।

গত বছরের সকল গ্লানী মুছে বিশ্ব শান্তির বার্তা নিয়ে বৈশাখের আগমন।

১৪২১ কে বিদায় জানিয়ে ১৪২২ কে আমন্ত্রন।

গত বছরের সকল হানাহানি,আর জরাজীর্নতা কে ভূলে নতুন বছরের নতুনত্তর কে স্বাগত জানিয়ে বাংগালী জাতির প্রানের উৎসব পহেলা বৈশাখ কে স্বাগতম।

এ জেনো বাংগালীর প্রানের মেলা।
সকাল থেকে ই রমনার বটমূল , ছায়নট, থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্তরে উৎসব শুরু হয়ে গেছে।

বর্ষ বরনের উৎসব কে সামনে রেখে রমনীরা সেজেছে নানা রং বেরং এর সাজে।

এত কিছুর পর ও একটা সংখ্যা থেকে যায় তা হলো নতুন এই বছর আসলে কি শান্তির বার্তা বয়ে আনবে কেনো না গত কাল ও যে দাউদকান্দিতে এক ট্রাক ড্রাইভার পেট্রল বোমায় দগ্ধ!

এসব প্রশ্ন হয়তো প্রশ্ন ই থেকে যাবে, তবু বাংগালী জাতি নিজ সংস্কৃতির প্রতি সদা ভক্তিতে মগ্ন!

কেনো না পৃথিবীতে একটা অথিতী পরায়ন জাতি আর তা আমার বাংলাদেশ।

আর শেষ বারের মত বলতে চাই নতুন বছর সকলের জীবনে বয়ে আনুক শান্তির বার্তা,সকলের জীবনে নেমে আসুক অফুরন্ত শান্তির পড়শ।

এই কামনা বাংলার আপামোর প্রতিটি জনসাধারনের।

কবির ভাষায় বলতে গেলে, বৈশাখে তুই আসলি যখন, থেকে যাস যুগ জনম ধরে, হারাতে চাই না মা গো তোরে একটি দিনের তরে।

কদিন পর ই আম, কাঁঠালের মধুর গ্রানে প্রান জুড়িয়ে যাবে, থাকলে তুই আমার দেশে, খাবে মিলে মিশে।

কথা দে মা লন্ডভন্ড করবি না এই দেশকে,
শীতল ছায়ায় জুড়ায় প্রান সবুজ শ্যামল প্রকৃতিতে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.