![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেটের দায়, দারিদ্রতা,কলেজের খরচ মেটানো, সংসারের ভার কিছুটা হলে ও কাঁধে নেওয়া এসব কারনে ই কিছু নারী জড়িয়ে পরছেন অনৈতিক কাজে!
এজেনো নিজের উপর কিছুটা হলে ও দায় মুক্ত হওয়া।
সমাজে বড় বড় কথা বলার লোকের অভাব নেই কিন্তু একজন সৎ মনস্তাত্তিক লোকের বড় ই অভাব আর তাইতো কিছু নারী বেঁছে নেন জগন্য কাজ।
এতক্ষন যা বললাম তা এক অভাগা নারীর জীবনের গল্পের কিছু অংশ!
চাল নেই, চুলু নেই তবুতো জীবন কাটাতে হবে আপন মহিমায়, কেউ জীবন চালাতে বেঁছে নেন নামী দামী চাকরি আবার কারো ভাগ্যে জোটে সেই দেহ বিক্রির চাকরি।
এর আগেও অনেক বার অনেক পতিতা নারীর জীবনের গল্প শুনেছিলাম,শুনেছিলাম তাদের জীবনের কিছু ভয়ানক স্মৃতি।
এই সেদিন শুনলাম আরেক পতিতার গল্প,প্রশ্ন করেছিলাম কেনো এসেছেন এই লাইনে?
উত্তরে সে আমায় বললো বাসার খরচ আর আমার কলেজের খরচটা কি আপনি পৌছে দিবেন?
নির্বিকার হয়ে তাকিয়ে রইলাম,নামে পতিতা হলে ও এদের আসল পরিচয় এরা মানুষ!
পেটের দায়ে বেঁছে নিয়েছে এই অনৈতিক কর্ম!
প্রশ্ন করেছিলাম কে কে আছে আপনার পরিবারে?
বললো মা,আর ছোট একটা বোন।
পরিবারের একমাত্র কর্মক্ষম বাবাকে হারিয়ে নির্ধিদায় যে কারো সাথে রাত কাটাতে কিংবা খারাপ কাজে লিপ্ত হতে তার বিবেক বাঁধা দেয় না!
তার বিবেকরর দোষ দিয়ে ই বা লাভ কি, তাদের দিয়ে যারা হরমায়েশ এমন অপকর্ম করে বেড়াচ্ছে তাদের বিবেক ই তো কুলশিত!
অদ্ভুত একটা তথ্য পেলাম তাদের এই কাজ করার জন্য একদল দালাল হরমায়েশ ছুটে বেড়াচ্ছে আমাদের চারপাশে।
এদের দেখে বুঝার উপায় নেই যে এরা ই পতিতাদের দালাল।
প্রশ্ন ছিলো কত টাকা কামান প্রতিদিন!
কান্না বিজড়িত কন্ঠে, সারাদিন শরীরের উপর যা ধক্কল যায় তাতে দালাল চক্রকে দিয়ে একজন দিন মজুরের চাইতে ও কম টাকা নিয়ে বাসায় ফিরি।
প্রশ্ন করেছিলাম তাইলে দিনমজুর খাটলে ই পারতেন?
উত্তরে কে নিবে আমাদের?
আমার বলার আর কোন ভাষা ছিলো না!
শেষ কিছু প্রশ্ন - আর দশটা নারীর মত আপনার বাঁচতে ইচ্ছে করে না?
বিয়ে করবেন না?
সংসার করতে কি ইচ্ছা হয় না?
আপনার কি মা হতে সাধ জাগে না?
উত্তরে- কে করবে আমায় বিয়ে? বিয়ের জন্য পারি বারিক ভাবে চেয়েছিলো কিন্তু ছেলের বাড়ী থেকে মোটা অংকের যৌতুক দাবী করেছে,যা তার পরিবারের দেয়া সম্ভব নয়!
সংসার তো করছি আর তাই তো সংসারের বোঝা কাঁধে নিতে গিয়ে জড়িয়ে পড়েছি অনৈতিক কাজে।
বিয়ে হলে তবে তো মা! জানেন প্রতিটা মেয়ে স্বপ্ন দেখে তার একটা ভাল স্বামী হবে, সংসার হবে আনন্দের সাগর,তার কোল জুড়ে আসবে একজন সন্তান। আমি ও ব্যতিক্রম নই।
ফিরে আসবেন এই পথ থেকে?
সম্ভব নয়,এই সমাজ আমাকে মেনে নেবে না।
সেই পতিতার প্রতিটা কথা জেনো আমার মনকে বিষাদে ভরিয়ে দিয়েছে।
এবার প্রশ্ন আপনাদের কাছে, সেই পতিতাদের আপনি কোন চোখে দেখবেন?
জানি সেই প্রশ্নের উত্তর আপনাদের কাছে নেই।
তবু বলবো ঘৃনা নয় ভালবাসার চোখে দেখুন সেই পতিতা নামধারী অভাগীদের।
যারা নিজেদের জীবন কে যুদ্ধের ময়দানে ঠেলে দিয়ে প্রানপন লড়ে যাচ্ছেন।
ধিক্কার তাদের যারা এই খারাপ পথে আনতে বাধ্য করছে সেই কোমলমতী নারীদের।
নিজেদের পকেট ভাড়ী করতে অন্যের জীবনকে ঠেলে দিচ্ছে অন্ধকারে।
আপনার আশেপাশে হয়তো ঐ সব দালাল চক্র ঘুরাঘুরি করছে, হয়তো দালালদের ব্যবসা চাঙ্গা করতে অনেক অবুঝ নারীকে ই এই পথে আসতে বাধ্য করা হতে পারে।
তাই সর্বদা চোখ কান খোলা রাখুন।
প্রতিহত করুন ঐ সব দূস্কৃতি কারীদের।
আর আপনাদের প্রতি অনুরোধ ওদের ভোগ্যপন্য ভাববেন না! ওরা ও আপনার, আমার মত মানুষ।
আপনার একজনের দশ মিনিটের লালসা কোন একটা মেয়ের সারা জীবনের কান্না!
আপনার, আমার সচেতনতা ই পারে একজন নারীর প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে।
সর্বদা মানুষের কল্যানে কাজ করলে শ্রষ্ঠা খুশি হন!
ছবি :- ইন্টারনেট থেকে সংগৃহীত ।
২| ১৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫০
বাংলার জমিদার রিফাত বলেছেন: কিছু বলার নেই আমার। সব ই বিবেক
৩| ১৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬
অবনি মণি বলেছেন: হুম
৪| ১২ ই জুন, ২০১৫ রাত ১২:২২
বাংলার জমিদার রিফাত বলেছেন: হা
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পেটের দায় মানুষ অমানুষ হয়। ওরাতো আর কাউকে খুন করছে না। ঘরের নারীরা সুখ দেয়না পুরুষরা বারে যায়।
কিন্তু যারা দেশের সম্পদ লুটে খাচ্ছে তাদের কথা কেউ বলে না। যাদের কারণে মেয়ে বোনরা এই সব কাজ করে ওরাতো দেশের হর্তাকর্তা।