![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু ভালো জিনিস লিখতে হলে যেমন ভাল কলম লাগে না,তেমনি ভাল শিক্ষা অর্জন করতে হলে ই যে নামীদামী স্কুলে পড়তে হবে এমনটা ও নয়!
লেখার জন্য মেধার প্রয়োজন, আর শিক্ষা অর্জনের জন্য মনযোগ, মননিবেশ!
একটা প্রশ্ন সব সময় প্রশ্নবিদ্ধ দেশের সমস্ত স্কুলই কি সঠিক শিক্ষা প্রদান করছে?
গরীব শিক্ষার্থীরা কি সত্যিই সকল সুযোগ সুবিধা পাচ্ছে?
সরকারের মহতী উদ্যেগ শিক্ষকদের গাফিলতীতে কতটা প্রশ্নবিদ্ধ?
উপবৃত্তি কি গরীব শিশুরা পাচ্ছে?
একজন শিক্ষক তার শ্রেনীতে কতটা আন্তরিক?
ওই যে প্রাইভেট আর কুচিং বানিজ্য সেটার কি অবসান ঘটেছে?
স্বজনপ্রীতি, ভাল ছাত্র, ছাত্রী ভালো ব্যাবহার সেটা থেকে কি বেড়িয়ে এসেছে আমাদের মানুষগড়ার কারিগড়রা?
এমন হাজারটা প্রশ্নের সম্মুখীন আজ আমাদের বিবেক!
কিছু লোভী শিক্ষক এর কারনে আজ শিক্ষাব্যাবস্থা হুমকির মুখে,মানুষ গড়ার কারিগড় রা ই এখন মানুষের পথের কাঁটা!
এই কিছুদিন আগে সরকারের মহতী উদ্যেগ ফেল করলে ও এস এস সি পরীক্ষায় অংশ নিতে পারবে শিক্ষার্থীরা কেনোনা ফরমফিলাপ এর নামে অর্থ বানিজ্যে মেতে উঠেছিলো বিদ্যালয় গুলো!
আমাদের প্রশ্ন সরকারের কাছে এর পর ও যদি স্কুল গুলো অর্থ বানিজ্যের ফরমুলা তৈরি করে আপনারা এই ব্যাপারে কি ব্যাবস্থা নিবেন?
কেনোনা ব্যাবসায়ীদের খাতের কোন শেষ নেই।
আমরা চাইনা অর্থবিত্তের অভাবে কোন শিশু বিদ্যালয়ে আসা বন্ধ হয়ে যাক।
আর তরুন প্রজন্মের কাছে একটা ই চাওয়া কারো লোভ কিংবা ব্যাবসায়ের শিকারে জেনো না পরতে হয় একটি অসহায় পরিবারের শিক্ষার্থীদের এই ব্যাপারে সর্বদা সজাগ দৃষ্টি রাখবেন।
©somewhere in net ltd.