নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জমিদার রিফাত

রিফাত

বাংলার জমিদার রিফাত › বিস্তারিত পোস্টঃ

এ কেমন মানুষিকতা?

২২ শে মে, ২০১৫ সকাল ১১:১৬

অমানবিক যন্ত্রনা,ধিক্কার,ঘৃনা,অবহেলা আর মানুষের কটুকথা ই যাদের জীবন সঙ্গী,তারা ই হিজড়া!

কারা এই হিজড়া? আর কেনো ই বা তাদের জীবনে এত ভোগান্তী?

এমন প্রশ্ন করলে শুধু তারা ই বলতে পারবেন যারা ওই সব হিজড়া জাতি গুষ্টির সাথে কথোপকথন করেছেন।

হিজড়া বলতে তাদের ই বুঝায় যারা আর দশটা মানুষের মত স্বাভাবিক জীবন যাপন করেন না! যাদের গোপনাঙ্গ ছোট,যৌন ক্রীয়া করতে অক্ষম,ছেলে ও না মেয়ে ও না এরা দুইয়ের মাঝামাঝি!

এদের মৌলিক অধিকার বলতে কিছু ই নেই! সমাজে এরা উপেক্ষিত! ঘৃনা, ধিক্কার ই এদের জীবনের সঙ্গী!

জীবিকা অর্জনের জন্য এরা মানুষের কাছ থেকে অর্থ তুলে জীবিকা নির্বাহ করে,আর তাতে ই এক শ্রেনির লোকের অভিযোগ এরা নাকি চাঁদাবাজি করে!

প্রশ্ন তাইলে এরা করবে কি?

এদের বিরুদ্ধে অভিযোগ কোন এলাকায় বিয়ে কিংবা সন্তান জন্মের খবর পেলে ই অর্থের জন্য ছুটে আসে।

এক অনুসন্ধানে দেখা যায় এরা দেশের অবহেলিত এক মানব সম্পদ,এদের নেই শিক্ষার ব্যাবস্থা,নেই চাকরি,নেই কোন মৌলিক অধিকারের প্রাধান্য!

এর পরও কি এরা আপনার কাছে বোঝা?
একই শ্রষ্ঠার সৃষ্টি আমরা উভয় ই,প্রার্থক্য এরা অস্বাভাবিক আচরন করে।

এক প্রতিবেদনে দেখা যায় হিজরাদের নামকরন করে একচক্র অবৈধ কাজ করে যাচ্ছে আর দায়ভারটা পড়ছে তাদের উপর,আবার কিছু শয়তান সার্জারীর মাধ্যমে নিজের গোপনাঙ্গ কেটে হিজড়া হয়ে সুবিধা লুটছে!
এতে করে ঐ হিজড়া সম্প্রদায়ের উপর পড়ছে দোষের ভার!

দেশের বড় বড় অবৈধ কার্যে লিপ্ত হচ্ছে হিজড়া সমাজ,কিন্তু কারা তাদের সেই পথে ধাবিত করছে?
তাদের পিছনে কারা কাজ করছে?
হিজড়াদের পুঁজি করে কারা করছে বেআইনি কাজ?
প্রশাসনের কর্তাব্যক্তিদের ও জেনো তোয়াক্কা করছে না সেই সব মানুষ রূপী শয়তান,যারা মানুষের মনুষত্য আর বিবেক নিয়ে খেলা করে!

সমাজে দুই ধরনের মানুষ অবহেলিত ১- হিজড়া ২- পতিতা!

আশ্চার্যের বিষয় হলো সমাজের একটা মহল এদের পুঁজি করে নিজেদের স্বার্থ উদ্ধারে ব্যাস্থ থাকে।

কি অদ্ভুত মিল দুই সম্প্রদায় ই জীবিকার টানে বেঁছে নেন ঘৃনিত কাজ গুলো,কর্ম যখন খুঁজে পায় না,আবার হতাসা যখন ঘিরে ধরে এদের তখনই বেঁছে নেন কুকর্মের পথ!

সমাজে উঁচুস্থানের ভদ্রলোকেরা যদি পর্দার অন্তরালে থেকে রাঘব বোয়ালের ন্যায় দূর্নীতি করে বেড়ায়,তখন ঐ লোক গুলো নেচে, গেয়ে জীবিকা নির্বাহ করছে তাতে আমাদের কেন দ্বিমত থাকবে।

যদি ওদের এসব কিছু আপনার ভালো না লাগে তবে যুক্তিতে আসুন,ওদের কর্মের ব্যাবস্থা করেদিন,সরকার তাদের অনেক সুযোগ,সুবিধা দিচ্ছে, বেসরকারী ভাবে ও উচিত এদের কর্মের সন্ধান দেয়া।

মুখে বড় বড় কথা না বলে মানুষের পাশে সাহার্য্যের হাত বাড়ানো উচিত,

আর যা ই হোক সকলেই শ্রষ্ঠার সৃষ্টি!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.