![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধু নেশা নয় যুব সমাজ জড়িয়ে পড়ছে আরো ভয়াবহ কোন কুকর্মে!
এই তো সেদিন আর বেশি দূর নয় যেদিন আধুনিকতার বলি হতে চলেছে আমাদের যুবসমাজ!
বিশেষ করে এক অনুসন্ধানে দেখা যায় পাবলিক,বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শখের বস কিংবা সঙ্গদোষে জড়িয়ে পড়ছে নেশার জগৎ এ।
এছাড়া যৌন কার্যে ও বেশীরভাগ শিক্ষার্থী জড়িয়ে পড়ছে,পতিতাদের খদ্দের ও বেড়ে যাচ্ছে!
প্রশ্ন হচ্ছে এতে করো যুবসমাজ কতটা হুমকির মুখে তা আপনারা ই ভালো জানেন।
গাঁজা,ইয়াবা ছাড়া ও যৌন উত্তেজক সেবন করে খুব তাড়াতাড়ি ই জীবন করছে বিপন্ন তারা!
অনুসন্ধান বলছে কেউ শখের বসে আবার কেউ সঙ্গদোষ, আবার কেউ বাধ্যগত জড়িয়ে পড়ছে এই ভয়াবহ জগতে!
এর দায় নেবে কারা?
রাজধানী থেকে শুরু করে জেলা শহর,বিভাগীয় শহর, এমন কি গ্রামের পাড়া,মহল্লায় ও নেশার ভয়াবহ ঘ্রাস করে চলেছে যুবসমাজকে।
তথ্য বলছে এই নেশার কারনে ই নাকি সামাজিক,পারিবারিক কলহ ও দিন দিন বেড়ে ই চলেছে।
আইনে মাধকদ্রব্য সেবন,বহন এমন কি মাধকদ্রব্যের আশ্রয় দাতার বিরুদ্ধে আইন রয়েছে,বাস্তবে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি,কিংবা তোয়াক্কা না করে ই চলছে রমরমা মাদক বানিজ্য।
বাস স্ট্যান্ড,লঞ্চঘাট,রেলষ্টেশন থেকে শুরু করে নামি দামী বেসরকারী বিশ্ববিদ্যালয়ের যুবকরা জড়িয়ে পড়ছে নেশায়,
এতে করে যেমন ক্ষতিগ্রস্থ হচ্ছে তারা তেমনি ক্ষতির সম্মুকীন হচ্ছে জাতি।
একজন মন বিশেষজ্ঞের মতে একজন নেশাগ্রস্থ মানুষ আর পশুতে সমান।
দিন দিন ই বেড়ে চলেছে অনৈতিক কাজ।
আর ক্ষমতার দাপটে কেউ কেউ তো ধরা কে সরাজ্ঞান করছে কিছু লুভী মাদক ব্যবসায়ী।
আর এই মনমানুষিকতার কারনে প্রতিদিন আমাদের শুনতে হচ্ছে ধর্ষনের খবর।
একটা সময় বস্তি এলাকা গুলোতে মাদকের প্রবনতা দেখা দিলে ও এখন ধনির দুলাল,দুলালী রা ই বেশী আকৃষ্ট নেশার দূনিয়াতে।
নেশা কতটা ভয়বহ রূপ ধারন করতে পারে তার বাস্তব প্রমান পুলিশের কন্যা ঐশির অমানুষিক কর্মকান্ড।
পিতা,মাতাকে হত্যা করতে ও ধিধা করলো না তার।
এবার প্রশ্ন হলো এ অবস্থা চলতে থাকলে একদিন দেশের প্রধান খাদ্য হতে পারে নেশা জাতীয় দ্রব্য সেটা অবিশ্বাস করতে ও কষ্ট হচ্ছে।
প্রতিটি পিতামাতার উচিত তার সন্তান কি করছে তা তদারকি করা,সন্তানের সাথে বন্ধুত্তপূর্ন আচরন করা।
এছাড়া যুবসমাজের উচিত কিছু করার আগে ভেবে নেওয়া। আমি যা করছি তা সঠিক কি না তা যাচাই,বাছাই করা।
নয়তো পিতামাতা হারাবে তার সন্তান কে,দেশ হারাবে কোন মেধাবীকে।
মাদক আর যৌনতা সম্পর্কে নিজে সচেতন হউন, অন্যকে সচেতন করুন।
মনে রাখবেন আপনার উৎসাহে কারো জীবনে আসতে পাড়ে বড় কোন দূর্যোগ।
©somewhere in net ltd.