![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক সময় অনেক কথা লিখতে গিয়ে লিখতে পারি না।
অনেক সময় অনেক আবেগের জলাঞ্জলি দিতে হয়।
অনেক সময় অনেক কথা পর্দার অন্তরালে ঢাকা চাপা খেয়ে যায়।
তেমন ই এক বাস্তব জীবনের গল্প লিখতে গিয়ে লিখতে পারি নি!
বাদ্যবাধকতা আমায় আটকে দিয়েছে,এই নরপিচাশ সমাজ আমাকে বিতাড়িত করেছে।
আজ আমি চোখ থেকে ও অন্ধ,আজ আমার হাতে শেকল পড়ানো।
আজ আমার বলার ভাষা নেই।
শুধু এই টুকু ই বলতে চাই কারো স্বপ্নকে দারিদ্রতার বলি হতে দেয়াটা ও অন্যায়।
আমি যা বলতে চাই তা এখানে বলা যাবে না।
শুধু এই টুকু ই বলতে চাই কারো দারিদ্রতার সুযোগে , কারো ক্ষতি করবেন না।
কারো দারিদ্রতাকে পুঁজি করে উপহাস করবেন না।
মনে রাখবেন শ্রষ্ঠা একজন আছেন,তিনি সব দেখেন।
আজ আমি সত্যি আমার আমিকে কাপুরুষের তালিকায় ১ নাম্বারে রাখলাম।
একটা মেয়ে যখন দিনের পর দিন আমাকে যন্ত্রনা দিতো তাতে আমার কিচ্ছু আসে যায় না,কিন্তু যখন সেই নারী জাতের কারো জীবনের নিষ্টুর জীবনের কাহিনী স্বচক্ষে দেখে ও নীরব থাকি , তখন মনে হয় আমি মানব জাতির বোঝা।
হে আমার প্রতিপালক তুমি অসহায় দের পাশে দাড়াও।তুমি মহান তুমি সব ই দেখো,তুমি ই বিচার করো।
তোমার লীলা খেলা বড় অদ্ভুত!
©somewhere in net ltd.