নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জমিদার রিফাত

রিফাত

বাংলার জমিদার রিফাত › বিস্তারিত পোস্টঃ

বন্ধুত্ত করার আগে ভেবে নিন আপনি সম্মান পাবেন কি না!

৩১ শে মে, ২০১৫ রাত ৮:০৩

কোন শ্রেনীর বন্ধু কিংবা ব্যক্তিদের সাথে সম্পর্ক করলে আপনি সম্মান পাবেন না এমন বিষয় নিয়ে ই কথা হয়েছিলো কয়েকজন মনবিশেষজ্ঞের সাথে।

১- আপনি, আপনার চাইতে বড় কারো সাথে সম্পর্ক করলে।

২-আপনার আর্থিক অবস্থা মধ্যবিত্ত, আপনি উচ্চবিত্ত কারো সাথে সম্পর্ক করলে।

৩- আপনার বন্ধু একটু বেশী জ্ঞানী হলে।

৪-আপনার চাইতে বেশী শিক্ষিত হলে।

৫-আপনার চাইতে সুন্দর (চেয়ারার) হলে।

৬-আপনার চাইতে তার বেশী অর্থ এর মালিক হলে।

৭-যাদের ভাব বেশী তাদের সাথে।

৮-বেঈমান প্রকৃতির মানুষ হলে।

৯-যে বন্ধু ভাবে যে সে ই ক্ষমতাধর, বাকী সব ঠুংকা।

১০-যার মাঝে বিশ্বাস নেই বা নিজেও অবিশ্বাস্য কাজ করে বেড়ায়।

আর কোন তথ্য থাকলে অবশ্যই আপনাদের জানাবো।

ভাল থাকবেন, আর বন্ধুত্ত করার আগে ভেবে নিবেন আসলে ই কি পৃথীবিতে বন্ধুত্ত বিরাজমান!।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৫ রাত ৮:০৬

চাঁদগাজী বলেছেন:

"৩- আপনার বন্ধু একটু বেশী জ্ঞানী হলে। "

-আপনার ভাবনায় সমস্যা আছে!

২| ০১ লা জুন, ২০১৫ রাত ২:২৫

কস্কি বলেছেন: ১,২,৩,৪,৫ মনে হয় না ঠিক :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.