নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জমিদার রিফাত

রিফাত

বাংলার জমিদার রিফাত › বিস্তারিত পোস্টঃ

আল্লাহু আল্লাহু ধ্বনিতে মুখরিত বিশ্বজাহান!

০৩ রা জুন, ২০১৫ রাত ১২:৩০

চারদিক মুখরিত আল্লাহু আল্লাহু ধ্বনিতে!

ছোট কি বড়,ধনি কি গরীব সকলে ই হাজির মসজিদে।

এ রজনী নয় কোন সাধারন রজনী,পবিত্র শবে বরাতের রাতে আল্লাহর বান্দারা মহান রব্বুলামিন এর কাছে যাহা চাইবে তাহা ই শ্রষ্ঠা কবুল করবেন,কিন্তু শর্ত হলো তওবা করতে হবে আর কখনোই সে বিপথে পা বাড়াবে না।

শ্রষ্ঠার শান্নিধ্য লাভের আশায় তাই তো মুসলিম জাহান কান্না বিজড়িত কন্ঠে ডেকে চলেছেন মহান শ্রষ্ঠাকে।

এই রজনীর মাহাত্ম্য হয়তো অনুপ্রানিত করবে সেই সব মানুষদের যারা প্রতিনিয়ত ই অন্যায় কাজ করে বেড়াচ্ছেন,প্রীতি পূর্ন্যের বাঁধনে মিলিত করবেন সমগ্র মানব জাতিকে,হিংসা বিদ্বেষ ভূলে মানুষে মানুষে বাড়বে প্রীতি।

শুধু তা ই নয় শ্রষ্ঠার একনিষ্ঠ কত্বব্য পালনে মানুষ ঠিক মত আদায় করবে সালাত,জাকাত।

আর শ্রষ্ঠার নিকট আমার একান্ত চাওয়া হে শ্রষ্ঠা তুমি মানুষকে হেদায়েত কর,খারাপ কাজ থেকে ফিরিয়ে আনো,মানুষে, মানুষে প্রীতি বাড়িয়ে দেও।

হযরত মোঃ (স) কে দান করো বেহেশতের সর্বচ্চ সম্মানিত স্থান,এবং সুমহান মর্যাদা,জানি তুমি প্রতিশ্রুতির ব্যাতিক্রম করো না।

আজ এই মহান রাতে সকলের জীবনে বয়ে আনুক সুখ,হাসি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.