![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েকটা কথা লিখতে আমার ইচ্ছে করে না তবু লিখলাম!
আমার এই ক্ষুদ্র জীবনে অনেক মানুষের সাথে চলেছি,ছোট বড়।
অনেক কিছুই বুঝেছি,চিনেছি,উপলদ্ধি করেছি।
সব হিসাব মিলিয়ে দেখলাম ফলাফল শূন্য!
মানুষ কি চায় তা সেটা নিজে ও জানে না।
আমি সব সময় সত্য আর ন্যায়ের পথে চলার চেস্টা করি, তাই অনেক সময় অনেক কটুকথা কিংবা অপমান সহ্য করে নেই।
অনেকে আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে টিটকারী করে,অনেকে অন্যের তুলনা দেখায়।
আসলে জানেন আজ ও আমি একটা কথা ই সবাই কে বলি আর তা হলো আজ ও আমি কিছু শিখতে পারি নি তবে শেখার চেস্টা করি প্রতিনিয়ত।
আমি সাধারন মানের পড়ালেখা করি,কোন রকমে এস এস সি ,এইস এস সি পাশ করেছি,এর পর স্নাতক করছি, এখন শেষ বর্ষে আছি।
অনেকে আমাকে এসব প্রশ্ন করলে আমি সতয টা ই বলার চেস্টা করি।
দুর্ভাগ্য হলে ও সত্য মানুষ তাহা নিয়ে মজা করে, আমার ফলাফল নিয়ে হাসে।
তাহারা এমন ভাব করে যে আমি যাহা পড়ি তাহার কোন মূল্য নেই, হয়তো কোন নাম করা ভার্সিটিতে পড়লে মূল্যায়ন করতো।
কথায় কথায় বলবে ও এ প্লাস পেয়েছে ও যোগ্যতা সম্পূর্ণ, আমি অযোগ্য।
আরে ভাই সুইমিং রচনা পড়েছেন কিন্তু সাঁতার কাটতে জানেন না তবে সাগরে পড়লে বাঁচবেন কিভাবে?
এখন ও অনেক সার্টিফিকেট ভালো,ভালো ছাত্র ,রিডিং পড়তে জানে না! যা দুঃখ জনক।
শ্রষ্ঠা যদি চুল ধরে টেনে উপড়ে তুলে তবে কোন শালা বাল ধরে টেনে ও নিচে নামাতে পারবে না।
মনমানুষিকতার পরিবর্তন করা উচিত,নিজেকে জ্ঞানী না ভেবে অনযকে মূল্যায়ন করা উচিত ,এমন ও তো হতে পারে কোন এক বিষয় সে আপনার চাইতে অভিজ্ঞ!
আসলে শেষ কথা কি জানেন সমাজ টা এমন ই ,এখানে সবাই শুধু সমলোচনা ই করতে জানে, সাপোর্ট দিতে জানে না।
২| ১৫ ই জুন, ২০১৫ রাত ১১:২২
বাংলার জমিদার রিফাত বলেছেন:
হা ঠিক বলেছেন
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৫ রাত ১০:২৭
চাঁদগাজী বলেছেন:
আমাদের সমাজ ও কালচার পেছনে পড়ে আছে, আপনি নিজের ইচ্ছা মতো বড় হোন