নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জমিদার রিফাত

রিফাত

বাংলার জমিদার রিফাত › বিস্তারিত পোস্টঃ

এ রোগের নেই কোন ঔষধ!

০২ রা আগস্ট, ২০১৫ রাত ১২:২৯



হঠাৎ করে ই বুকের বা পাশ টা তে ব্যাথা অনুভব করলাম,ভাবলাম পেইন কিলার খেলে ই বুঝি ব্যাথা কমে যাবে!

কিন্তু ব্যাথা তো কমছে না,আর কমবে ই বা কি করে।এ ব্যাথা তো জেনো তেনো ব্যাথা নয়। এটা হৃদয় ভাঙ্গার বেদনা!

এ ব্যাথা জেনো তেনো ঔষধ এ সারবার কথা ও না!

এটা যে না পাওয়ার এক অসহ্য যন্ত্রনা, এ যে বৃষ বৃক্ষের ন্যায় অদ্ভুত এক অনুভূতি।

ভাবছো কেনো মিছে এ ব্যাথা বুকে করছি লালন।
তুমি তো আমায় ভালবাসনি তাই তো তোমার অচেতন মন শুধু আমার আকুলতা গুলো তোমার কাছে কোন গদ্যের কিংবা নাটকের কাহীনি সমতূল্য মনে হবে!
মনে হবে জেনো জরাজীর্নতা আমাকে ঘিরে ধরেছে বলে উলটো,পালটো বলছি।
এ ব্যাথার যে কোন ঔষধ নেই,(সুরবালা)ছদ্ম নাম -আমি যে তোমায় আমার সকল অসুকের মহাঔষধের ডাক্তারের স্থানটা দিয়ে রেখেছি।

আচ্ছা নিজেকে আমার কাছ থেকে আড়াল করে কি এমন মজা পাও তুমি?

জানি এ প্রশ্নের কোন জবাব নেই,আর আমি চাই না তুমি জবাব দেও।

প্রতিটা দিন হাজারবার তোমাকে ভূলার চেস্টা করলে ও কোটি বারই তোমাকে মনে পরে যায়।

তোমার ঐ কঠোর অবস্থান থেকে হয়তো কোনদিন কোমল হবে না,ভূলের রাজ্যে আমি হয়ে যাবো কোন অমূল্য বস্তু!

হয়তো তোমার রাজ্যে তুমি থাকবে মহাসুখী,
হয়তো তুমি তোমার বিবেকের তাড়নায় কোনদিন তাড়িত হবে না।
কোন দিন মনে ও পড়বে না এই নির্লজ্ব, বেহায়া মানুষটিকে,যে মানুষটি তুমি লাখবার দূরে ঠেলে দিলে ও আগুনের ললাটের ন্যায় ছুটে যেতে চায় তোমার পানে!

তুমি ভাবতে ই পারবে না তার এই আকুলতার মূল কেন্দ্র বিন্দু যে তোমার পাশে না থাকার অভাব!

শ্রষ্ঠার আশির্বাদ হয়তো আমার মাঝে পরে নি,নয়তো বা শুনেছি পাথরে ফুল ফুটাতে নাকি অনেক কষ্ট, সেই কষ্টার্জিত ফুলের সুবাসে হয়তো আমি হারিয়ে যাবো অচেনা কোন রাজ্যে!

জানো আজ আমার বলার কিছু নেই শুধু বিরহ উপভোগ করা ছাড়া,আজ বড় নিজেকে অসহায় মনে হয়,ভাবি বোধয় কি এক অপূর্নতা আমায় ঘিরে রেখেছে।

আজ ও প্রতিদিনই শ্রষ্ঠার কোন অলৌকিক ঘটনার স্বাক্ষী হতে মুখিয়ে থাকি!

আজ ও প্রতিনিয়ত তোমার পথ পানে চেয়ে থাকি।

তুমি আসবে,ভালবাসবে!

ব্যাথাটা আরো বেড়ে যায় তখন,যখন কিছু লোক আমার এক তরফা ভালবাসা নিয়ে হাস্যরসাত্বক, ব্যাঙ্গ করে,কিছু লোক স্রোতে গাঁ ভাসায়।
আবার কেউ কেউ স্রোতের বিপরীতে ও আমাকে অনুপ্রেরনার যোগান দেয়,যাদের কাছে আমি চিরকাল কৃতজ্ঞ!

আর শ্রষ্ঠার কাছে একটা ই চাওয়া, জীবনে কোন একটা দিন জেনো ভূল ভাঙ্গে তোমার,আমি যে আজ পথভ্রষ্ট হয়ে নিরুপায়ের সুর বাজিয়ে চলেছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.