নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার মাহাথির

বাংলার মাহাথির › বিস্তারিত পোস্টঃ

কিসে মিলবে এই জ্যাম থেকে মুক্তি??

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১০

বাংলাদেশের, বিশেষত ঢাকা শহরের একটা বড় সমস্যা হচ্ছে "ট্র্যাফিক জ্যাম"।



প্রতিদিন ঢাকার বাসিন্দাদের কোটি কোটি কর্মঘন্টা নষ্ট হয় এই জ্যামের কারণে।



আমরা সবাই চাই এই জ্যাম থেকে মুক্তি।



কিন্তু কিভাবে এই জ্যাম সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়??????



আপনাদের মূল্যবান মতামত আশা করছি।



আপনাদের মতামত এবং আরো কয়েকটি স্থান থেকে প্রাপ্ত পরামর্শ নিয়ে একটা প্রতিবেদন তৈরী করার ইচ্ছা আছে।



প্লিজ একটু হেল্প করুন সবাই।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫১

একাকী বালক বলেছেন: প্রশাসন, ব্যাবসা বাণিজ্য, শিক্ষা সব কিছুর বিকেন্দ্রীকরণ করতে হবে যাতে ঢাকা শহরের লোক একটু কমে।

২| ১২ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:৩১

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভাই মগবাজার/মোচাক দিয়ে আমার প্রতিদিন আমার যাতায়ত করা লাগে। আমি হিসাব করে দেখেছি আমি নিত্যদিন আধা কেজি পরিমানে ধুলা বালি গলাধকরন করি। এর মধ্যে আবার সমস্যা একটা শার্ট অথবা গেঞ্জি একদিনের বেশী পড়া যায়না।

ভাই তাড়াতাড়ি ফ্লাইওভারের কাজ শেষ হোক আর আমিও কিছুটা মুক্তি পাই।

৩| ১২ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:৩৩

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: মৌচাক বানানটা ঠিক করে দিয়েন ভাই। এই জ্যাম থেকে মুক্তির একমাত্রও উপায় হল গ্রামে বসবাস করা। এছাড়া আমি আর কিছু দেখছিনা।

৪| ১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৯

হেডস্যার বলেছেন:
প্রাইভেট কারের সংখ্যা ৫০ ভাগ কমান, পাবলিক বাস বাড়ান।

ফ্লাইওভার বানাইলাম ৫০ টা, সাথে নতুন করে রাস্তায় গাড়ি ও নামাইলাম লাখ খানেক....লাভ হইলো কি?

৫| ১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৭

রাজীব বলেছেন: রেল লাইনটা ব্যবহার করেন ও লাইন বাড়ান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.