![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের জরাজীর্ণ অন্ধকারের ভেতর এক ঝলক আলো খুঁজে ফিরছি ; এই আলোটুকুর নামই জীবন, এই আলোটুকুর নামই প্রাণ।
তোমরা যারা প্রাণ দিয়েছ ভাষার জন্য,মতৃভাষার
জন্য,-বাংলার জন্য,বাংলা কবিতা ও সাহিত্যের
জন্য; আমারা তাদের ভুলিনি;ভুলতে পারিনি;
তাদেরই মহিমা বর্ণনা করে,কৃর্তি বর্ণনা করে
আজও কবিতা লেখা হয়,কাব্য রচনা করা হয়
এখানে, এই বাংলায়।
যারা প্রাণ দিয়েছ একটি দেশের মহান সাংস্কৃতিক
ঐতিহ্য ও মর্যাদা রক্ষার জন্য;চর্যার কাহ্নপার জন্য; চন্দ্রাবতী,চণ্ডীদাস,আলাওয়ালের জন্য;রোকেয়া, নজরুল,
রবীন্দ্রনাথের জন্য;তাদেরই নামে আজও শোভাযাত্রা
বের হয় এখানে,এই বাংলায়।
তোমরা যারা প্রাণ দিয়েছ মাইকেলের মেঘনাদবধ
কাব্যের জন্য,বঙ্কিমচন্দ্রের কপাল্কুণ্ডলার জন্য,জীবনানন্দের
বনলতা সেনের জন্য,জসীমউদ্দীনের নকশি কাঁথার
মাঠের জন্য;আমারা তাদের ভুলিনি;ভুলতে পারিনি;
তাদেরই নামে আজও সাহিত্য রচনা করা হয় এখানে,
এই বাংলায়।
তোমরা যারা প্রাণ দিয়েছ এই বাংলার আউল
বাউল গানের জন্য,ভাওইয়া ভাটিয়ালি জারি-সারি
গানের জন্য; হাসন রাজা,রাধারমন,লালন শাহের
জন্য,আমারা তাদের ভুলিনি;ভুলতে পারিনি;তাদেরই
নামে আজও গান গাওয়া হয় এখানে,এই বাংলায়।
তোমরা যারা প্রাণ দিয়েছ নজরুল রবীন্দ্রনাথের
সঙ্গীতের জন্য,বাংলার কীর্তন গজলের জন্য,
রাখলের বাঁশির মেঠো সুরের জন্য;তাদেরই নামে
আজও গান লেখা হয়,সুর দেয়া হয় এখানে,এই বাংলায়;সেই সুরে,সেই তালে,যার জন্য তোমরা
জীবন দিয়েছ,অকাতরে করেছ প্রাণ দান।
যাদের প্রাণের বিনিময়ে,রক্তের স্রোতের ধারায় বয়ে
এসেছে ৫২এর ভাষা আন্দোলন,৬২টির শিক্ষা
আন্দোলন,৬৬টির ছয়দফা আন্দোলন,৬৯ এর গণ-অভ্যূথান,৭০এর নির্বাচন,৭১এর মহান মুক্তিযুদ্ধ,
৯০এর স্বৈরাচার বিরোধী আন্দোলন; আমারা তাদের ভুলিনি;ভুলতে পারিনি; তাদেরই নামে আজও বেদিতে ফুল দেওয়া হয় এখানে, এই বাংলায়।
যাদের প্রানের বিনিময়ে সূত্রপাত হয়েছে স্বাধীন
বাংলাদেশের;যাদের রক্তে বাস করত হয়ত কোন
ওয়াশিংটন,লিংকন,নেতাজী,নেহেরু,গান্ধী,কিংবা
নিউটন,আইনস্টাইন,কিংবা হোমার, টলস্তয়;
যারা বেঁচে থাকলে হতে পারত বাংলাদেশের
পথচলার কাণ্ডারী,জাতির কর্ণধার;হতে পারত
সফল কোন রাষ্ট্রনায়ক,আমারা তাদের ভুলিনি;
ভুলতে পারিনি;তাদেরই নামে আজও প্রভাতফেরী
বের হয় এখানে,এই বাংলায়।
বিশ্ববিদ্যালয়ের সেই মেধাবী ছাত্র,তরুণ যুবক;
রফিক,সফিক,সালাম,বরকত,জব্বার, আরও
কত অজানা নাম;যারা এখানে শহীদ হয়েছেন,
যারা বাংলা ভাষাকে পৌছে দিয়েছেন বিশ্বের দরবারে,
যাদের স্মরণে নির্মিত হয়েছে শহীদ মিনার,প্রতিষ্ঠিত
হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমারা তাদের ভুলিনি;ভুলতে পারিনি;
আমরা তাদের ভুলতে পারি না। আমরা তাদের ভুলতে পারব না,কোনদিনই ভুলব না।
©somewhere in net ltd.