![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের জরাজীর্ণ অন্ধকারের ভেতর এক ঝলক আলো খুঁজে ফিরছি ; এই আলোটুকুর নামই জীবন, এই আলোটুকুর নামই প্রাণ।
একুশ মানেই বাংলা ভাষায় কথা বলার অধিকার
একুশ মানেই মাতৃভাষায় কথা বলার অধিকার।
একুশ মানেই স্বাধীনভাবে পথ চলার অধিকার
একুশ মানেই স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার।
একুশ মানেই ছেলে হারা মায়ের আমরণ অশ্রুবিন্দু
একুশ মানেই ভাই হারা বোনের বেদনার মহাসিন্ধু।
একুশ মানেই সন্তান হারা বাবার বিষাদের বারিধি
একুশ মানেই স্বামী হারা স্ত্রীর করুণার পয়োধি।
একুশ মানেই ভাই হারা প্রভাত ফেরীর গান
একুশ মানেই এগিয়ে যাওয়ার দীপ্ত স্লোগান।
একুশ মানেই তারুণ্যের নতুন সৃষ্টির জয়গান
একুশ মানেই যৌবন নদীর জোয়ারের বান।
একুশ মানেই হাসনাহেনার মন মাতানো সৌরভ
একুশ মানেই ফিরে পাওয়া হারানো সেই গৌরব।
একুশ মানেই ভায়ের রক্তে রাঙানো রাজপথ
একুশ মানেই শক্ত হাতে শৃঙ্খল ভাঙ্গার শপথ।
একুশ মানেই কৃষ্ণচূড়ার রক্তলাল ফুল
একুশ মানেই বসন্তের আমের মুকুল।
একুশ মানেই মৌলবাদের পতন
একুশ মানেই প্রগতিশীলতার পত্তন।
একুশ মানেই স্বৈরচারীর পতন
একুশ মানেই গণতন্ত্রের উথান।
একুশ মানেই সাম্যবাদের শক্তি
একুশ মানেই মানবতার মুক্তি।
একুশ মানেই হার না মানা সেই প্রত্যয়
একুশ মানেই ফিরে পাওয়া বায়ান্নোয়।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৪
বাংলার পাই বলেছেন: ধন্যবাদ
৩| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৩:৪৪
মুক্ত তরণী বলেছেন:
৪| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১:১৩
বাংলার পাই বলেছেন: অনেক রক্ত আর ত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের এই ছোট্ট দেশটা আমরা সব সময় আমাদের বুকের মাঝেই রাখব। এটাই প্রত্যাশা।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
আর আমি ভীষণভাবে দুঃখিত যে আমি আপনার মূল্যবান মন্তব্যটা অনেক দেরিতে দেখেছি।
আবারও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:১৯
আমিই মিসিরআলি বলেছেন: ভালো লাগলো একুশের এই কবিতাটি