![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের জরাজীর্ণ অন্ধকারের ভেতর এক ঝলক আলো খুঁজে ফিরছি ; এই আলোটুকুর নামই জীবন, এই আলোটুকুর নামই প্রাণ।
নিজের মাঝে নিজেকেই হারিয়ে ফেলছি;
নিজের মাঝে নিজেকেই আবার খুঁজে ফিরছি;
হারানো নিজেকে নিজের মাঝেই খোঁজা ,এ যেন
নিজের সাথে নিজেরই লুকোচুরি খেলা।
নিজের মাঝে নিজেকেই অনুসিন্ধান করছি;
নিজেকে নিজেই জানতে চেষ্টা করছি;
নিজেকে নিজেই জেনে চলেছি;অজানা
নিজেকে নিজের মাঝেই জানা,এ যেন
নিজের সাথে নিজেরই সাপ-লুডু খেলা।
নিজের মাঝে নিজেকেই বোঝার চেষ্টা করছি
নিজেকে নিজেই বুঝে চলেছি;অবোঝা
নিজেকে নিজের মাঝেই বোঝা,এ যেন
নিজের সাথে নিজেরই ডাংগুলি খেলা।
নিজের মাঝে নিজেকেই চিনতে চেষ্টা করছি;
নিজেকে নিজেই চিনে চলেছি;অচেনা
নিজেকে নিজের মাঝেই চেনা,এ যেন
নিজের সাথে নিজেরই কানামাছি খেলা।
১৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৪
বাংলার পাই বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৪
দালাল০০৭০০৭ বলেছেন: সুন্দর