নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার পাই

বেঁচে থাকার জন্য রসদ চাই ; লেখালিখিকেই আমি সেই রসদ হিসেবে বেছে নিয়েছি।

বাংলার পাই

জীবনের জরাজীর্ণ অন্ধকারের ভেতর এক ঝলক আলো খুঁজে ফিরছি ; এই আলোটুকুর নামই জীবন, এই আলোটুকুর নামই প্রাণ।

বাংলার পাই › বিস্তারিত পোস্টঃ

মানুষ হিসেবে আমরা

১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:০২

টিক টিক করে ঘুরে চলেছে ক্লান্তিহীন ঘড়ির কাটা

আর একটু একটু করে বয়ে যাচ্ছে সময়ের খরস্রোত

যেমন করে বয়ে যায় নদীর অবিরাম বহমান স্রোতধারা,

যেমন করে বয়ে যায় পদ্মা মেঘনা যমুনা বা কর্ণফুলির

প্রবাহমান এই সময় নদীর নেই কোন একঘেয়েমি,ক্লান্তি

এ যেন ক্লান্তিহীন কোন অক্লান্তকর্মীর অন্তহীন পথ চলা।



এই বহমান সময় নদীর সাথে তাল মিলিয়ে বেড়ে যাচ্ছে

প্রত্যায়িক যান্ত্রিক জীবনের ব্যস্ততা

প্রতিযোগিতার বাজারে টিকে থাকার দায়

তীব্র থেকে তীব্রতর হচ্ছে প্রত্যাশা পুরোনের যুদ্ধ

কমে যাচ্ছে সোনালী স্বপ্নের ঘোরে কাটানো অলস অবসর

হারিয়ে যাচ্ছে সজীবতার চাদরে মোড়ানো সেই দিন গুলো



সময়ের এই খরস্রোতের সাথে সাথে বেড়ে চলেছে বয়স

কমে চলেছে শক্তি,সামর্থ আর অবিরাম ছুটে চলার মানসিকতা

ধীরে ধীরে নিথর হয়ে যাচ্ছে স্বপ্ন পুরোনের যত আকাঙ্ক্ষা

ধূসর থেকে ধূসর হয়ে যাচ্ছে আরধ্য সব স্বপ্নগুলো

ফিকে থেকে ফিকে হয়ে আসছে জীবনের সাতরঙা সুখগুলো

ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে রঙিন স্মৃতির পাতাগুলো

জীবনের শুরুতে দেখা সোনালী স্বপ্নগুলো আজ ক্রমে ক্রমে

দূর থেকে দূরে, আরও বহু দূরে চলে যেতে শুরু করেছে,

যেখানে স্বপ্ন ও জীবনের ব্যবধান আলোকবর্ষ থেকে আলোকবর্ষ



জীবনের এই জীর্ণ নষ্ট পুঞ্জে বাসা বাধেছে এক চর একঘেয়েমিতা;

যাকে উপেক্ষা করে সেখানে বাসা বাধে না আর কোন নতুন স্বপ্ন,

নতুন কোন সোনালী আশা,নতুন কোন বাসনা ইচ্ছা বা আকাঙ্ক্ষা;

সাতরঙা সুখগুলোর আবেগী হাওয়ায় ভাসে না আর জীবন;

রঙিন কোন ক্যানভাসে আঁকে আর না জীবনের জলছবি;

রঙিনভাবে ধরা দেয়না জীবন পাতার স্মৃতিগুলো;



অবিরাম ছুটে চলা এই শহরের নিষ্ঠুর নির্মম ইট-কাঠের

খাঁচায় বন্দী হয়ে পড়ছে জীবনের যত চাওয়া-পাওয়া;

যেখানে জীবন মানে শুধুই বেঁচে থাকা,জীবন মানে স্বপ্ন না দেখা,

জীবন মানে প্রত্যাশার সাথে যুদ্ধ,জীবন মানে টিকে থাকার দায়,

জীবন মানে বাস্তবতার জরা-জীর্ণ দেয়াল।



বাস্তবতার এই জরা-জীর্ণ দেওয়ালের পাশে আবিরাম ছুটে চলেছি

যেখানে সাদা-কাল রঙে আঁকা জীবনের ক্যানভাস রঙিন হতে গিয়েও হয় না

যেখানে সাদা-কাল স্মৃতিগুলো রঙিন হতে গিয়েও হয় না

যেখানে সাতরঙা সুখগুলো ধরা দিয়েও দেয় না

যেখানে টিকে থাকাটাই মুখ্য, বেঁচে থাকাটাই চরম সার্থকতা,



এই টিকে থাকাটাই যদি মুখ্য হয়, বেঁচে থাকাটাই যদি

চরম সার্থকতা হয়; তবে তো মানুষ হিসেবে আমরা

ইঁদুরের চেয়ে নিরীহ আর আরশোলার চেয়েও ক্ষুদ্র।





মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩৭

এহসান সাবির বলেছেন: বেশ লিখেছেন।

২৬ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১১

বাংলার পাই বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই। শুভ কামনা রইল। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.