![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের জরাজীর্ণ অন্ধকারের ভেতর এক ঝলক আলো খুঁজে ফিরছি ; এই আলোটুকুর নামই জীবন, এই আলোটুকুর নামই প্রাণ।
লক্ষ প্রাণের বিনিময়ে পাওয়া স্বাধীনতা,
আমার প্রিয় স্বাধীনতা, তুমি বেঁচে থাকো;
তুমি বেঁচে থেকো সদ্য জন্ম নেওয়া শিশুর নিষ্পাপ হাসিতে;
তুমি বেঁচে থেকো সদ্য ফোটা জেসমিন জুঁই চামেলি পলাশে;
তুমি বেঁচে থেকো এই বাংলার বুকে অনন্ত যৌবনা রূপে।
সন্তানহারা মায়ের অশ্রুজলের বিনিময়য়ে পাওয়া স্বাধীনতা,
আমার প্রিয় স্বাধীনতা, তুমি বেঁচে থাকো;
তুমি বেঁচে থেকো বাংলার মেঠো পথে হেঁটে যাওয়া কোন পথিকের মাঝে;
তুমি বেঁচে থেকো বাংলার গ্রম্য কিশোরীর দুরন্ত উচ্ছ্বাসে;
তুমি বেঁচে থেকো বাংলা মায়ের ভালবাসার আচল-ছায়ার তলে।
লাখো বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া স্বাধীনতা,
আমার প্রিয় স্বাধীনতা, তুমি বেঁচে থাকো;
তুমি বেঁচে থেকো পদ্মা মেঘনা যমুনার বহমান স্রোতে;
তুমি বেঁচে থেকো বাংলার হাওড়-বাওড়,খালে বিলের জলে;
তুমি বেঁচে থেকো বাংলার অবারিত ফসলের ক্ষেতে।
স্বজনহারা বাবার অনন্ত যন্ত্রণার বিনিময়ে পাওয়া স্বাধীনতা,
আমার প্রিয় স্বাধীনতা, তুমি বেঁচে থাকো;
তুমি বেঁচে থাকো বাংলার ইতিহাসে, ঐতিহ্যে, সংস্কৃতিতে;
তুমি বেঁচে থাকো ভাওয়া-ভাটিয়ালি জারি-সারি গানে;
তুমি বেঁচে থাকো হাসন রাজা রাধারমন লালন শাহের সুরে।
এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা,
আমার প্রিয় স্বাধীনতা, তুমি বেঁচে থাকো;
তুমি বেঁচে থাকো আমার শব্দে ও বর্ণে, ছন্দে ও বন্দে;
তুমি বেঁচে থাকো আমার স্বপ্নে ও প্রেমে, হাসিতে ও আনন্দে;
তুমি বেঁচে থাকো আমার উপমায়, আমার কবিতায়।
২৯ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩৫
বাংলার পাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনাদের মত ব্লগারের মন্তব্য পেলে নিজের উপর বিশ্বাসটা বেড়ে যায়।
শুভ কামনা রইল। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩
আমিনুর রহমান বলেছেন:
সুন্দর +++
এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা,
আমার প্রিয় স্বাধীনতা, তুমি বেঁচে থাকো;
তুমি বেঁচে থাকো আমার শব্দে ও বর্ণে, ছন্দে ও বন্দে;
তুমি বেঁচে থাকো আমার স্বপ্নে ও প্রেমে, হাসিতে ও আনন্দে;
তুমি বেঁচে থাকো আমার উপমায়, আমার কবিতায়